সংবাদ শিরোনাম:
কালিহাতীতে আলোচিত রায়হান হত্যার প্রধান আসামি ইব্রাহিম গ্রেফতার  টাঙ্গাইলে গুলি করে ৭৮ লাখ টাকা ডাকাতির মাস্টারমাইন্ড গ্রেপ্তার স্মার্ট বাংলাদেশ গড়ার যাত্রায় টাঙ্গাইলের ১৫বছর বয়সী তরুণ সামির তালুকদার জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ ধনবাড়ীতে কিশোরীকে চেয়ারে বেধে বাবা, সৎ মা ও ভাই মিলে নির্যাতনের অভিযোগ  কালিহাতীতে যুবকে কুপিয়ে হত্যা, পুকুর থেকে মরদেহ উদ্ধার।  মধুপুরে সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া শিক্ষার্থীর সহপাঠীদের নামে হত্যা মামলা,এলাকায় তোলপাড় সখীপুরে ৬০ টি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে ৬০ লাখ টাকা অনুদানের চেক বিতরণ  বিএনপি,র সাবেক নেতার বিরুদ্ধে আপত্তিকর বক্তেব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন মধুপুরে বিএনপির নেতার কারখানায় ডাকাতি। জেলা বিএনপি ঘটনাস্থল পরিদর্শন 

নৌকার প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ বিএনপি প্রার্থী

  • আপডেট : শুক্রবার, ৮ জানুয়ারী, ২০২১
  • ৪৩২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : আসন্ন টাঙ্গাইল পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী সিরাজুল হক আলমগীরের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে।

এ বিষয়ে জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন দপ্তরে লিখিল অভিযোগ করেন বিএনপির মনোনিত মেয়র প্রার্থী মাহমুদুল হক সানু।

লিখিত অভিযোগ থেকে জানা যায়, নির্বাচনী তফসিল ও নির্দেশ অনুযায়ী আগামী ১১ জানুয়ারির পূর্বে আনুষ্ঠানিক কোন প্রকার প্রচার, অফিস স্থাপন, প্রতীকসহ গেট নির্মাণ, প্যান্ডেল নির্মাণ, মার্কাসহ ব্যানার স্থাপন, সকল প্রকার প্রচার কর্মকান্ড নিষিদ্ধ থাকলেও আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী সিরাজুল হক আলমগীর পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় ১৫নং ওয়ার্ডের পুকুর পাড়া, ১৭নং ওয়ার্ডের অরিণ মার্কেট, ১৪নং ওয়ার্ডের ঢাকা রোডস্থ ফায়ার সার্ভিসের উত্তর পাশে অবস্থিত চৌধুরী মার্কেট, ১৬নং ওয়ার্ডের মুসলিম পাড়া, ছোট কালিবাড়ীসহ প্রায় সকল ওয়ার্ডে প্যান্ডেল স্থাপন করে জনসভা, মটর সাইকেল মিছিলসহ বিভিন্ন প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে।

বিএনপি প্রার্থী আরো অভিযোগ করে বলেন, নির্বাচনের নিয়মনীতির তোয়াক্কা না করে সরকার দলীয় ক্ষমতার অপব্যবহার করে নির্বাচনী আচরণবিধী লঙ্গন করছে। এতে পৌর নির্বাচনের পরিবেশ নষ্ট হচ্ছে। ভোটারদের মাঝে ভিতকর অবস্থান সৃষ্টি হচ্ছে যা অবাধ ও সুষ্ঠ এবং নিরপেক্ষ নির্বাচন পরিপন্থি।

এ বিষয়ে জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসান বলেন, আমার কাছে একটি লিখিত অভিযোগ এসেছে। কেউ যদি নির্বাচন পরিপন্থি কোন কার্যক্রম পরিচালনা করেন তাহলে অবশ্যই আমরা এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। সেই সাথে সকল প্রার্থীকে সর্তকতা করে দেওয়া হচ্ছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme