সংবাদ শিরোনাম:
মাওলানা ভাসানী ও বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগ কচু পাতার পানি না-বঙ্গবীর কাদের সিদ্দিকী আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় টাঙ্গাইলে জামায়াতের মিছিল টাঙ্গাইলে হত্যা মামলায় যুবক গ্রেপ্তার টাঙ্গাইলে লাঙ্গুলিয়া নদীতে বাঁধ দিয়ে মাছ চাষ; স্থানীয়দের উদ্বেগ, গুরুত্ব নেই প্রশাসনের টাঙ্গাইলে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল বাসাইলে ট্রাক্টর-সিএনজির সংঘর্ষে কৃষি শ্রমিক নিহত সখীপুরে গভীর রাতে ককটেল বিস্ফোরণ, সহোদর দুইভাই আহত, গ্রেপ্তার ১ টাঙ্গাইলে গৃহবধূকে হত্যার অভিযোগে ॥ শ্বশুর ও দেবর পলাতক মির্জাপুরে দাড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত আহত ৫ আগে প্রয়োজনীয় সংস্কার হবে তারপর জাতীয় নির্বাচন- চরমোনাই পীর

আদিবাসী নারীকে নির্যাতন: আসামীদের জামিন

  • আপডেট : শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০২১
  • ৪৩১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের ঘাটাইলে মালিরচালা গ্রামে সন্ধ্যা রানী নামে এক আদিবাসী নারীকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলায় জামিন পেয়েছেন আসামিরা।

আসামিরা বৃহস্পতিবার টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারজানা হাসানাত এর আদালতে আত্মসমর্পণ করে জামিনের জন্য আবেদন করলে বিচারক তাদের জামিন মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইল জজ কোর্টের পিপি এডভোকেট এস আকবর খান।

গত ৯ জানুয়ারি চুরির অপবাদে প্রায় চার ঘণ্টা ধরে চালানো হয় সন্ধ্যা রানীর ওপর নির্যাতন। ওই সময় তার ছয় মাসের বাচ্চাকেও নির্যাতনকারীরা দুধ খেতে দেননি। পরে স্থানীয় এক আত্মীয়র সহযোগিতায় তিনি উদ্ধার হন।

১০ জানুয়ারি রাত ৮ টার দিকে থানায় গিয়ে ৫ জনকে আসামি করে মামলা করেন সন্ধ্যা রানী।

মামলায় উল্লেখ করা অপরাধ গুলো হল- ১৪৩, ৪৪৭, ৩৪২, ৩৩২, ৫০৬ ও ১১৪ পেনাল কোড ১৮৬০; বেআইনি জনতাবদ্ধে অনধিকার প্রবেশ করে অবৈধভাবে আটক রেখে হুকুমে মারপিট করে সাধারণ জখম ও ভীতি প্রদর্শনের অপরাধ।

এদিকে সন্ধ্যা রানী জানান, এখনো তিনি বাড়ি ফিরতে পারেননি, আছেন এক আত্মীয়ের আশ্রয়ে। জামিন পাওয়ার পর আসামিরা তাকেসহ তার স্বামীকে ভয়ভীতি দেখাচ্ছেন। তাদের গ্রাম থেকে উচ্ছেদ করার নাকি হুমকি দিচ্ছে আসামিরা।

জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন বলেন, গাছে বেঁধে বর্বর নির্যাতন বিষয়টি মর্মান্তিক, অমানবিক। এমনিতেই সে ঘর ছাড়া। ভয়ে বাড়িও ফিরতে পারতেছেন না। এ ধরণের অপরাধে আসামিরা জামিন পেলে স্থানীয় আদিবাসী ও সন্ধ্যা রানীর পরিবার আতঙ্কিত থাকবে।

টাঙ্গাইল জজ কোর্টের পিপি এডভোকেট এস আকবর খান বলেন, দুপুরে তারা আদালতে আত্মসমর্পণ করেছিলেন তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ জামিনযোগ্য বিধায় আদালত তাদের জামিন দিয়েছেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme