সংবাদ শিরোনাম:
কালিহাতীতে আলোচিত রায়হান হত্যার প্রধান আসামি ইব্রাহিম গ্রেফতার  টাঙ্গাইলে গুলি করে ৭৮ লাখ টাকা ডাকাতির মাস্টারমাইন্ড গ্রেপ্তার স্মার্ট বাংলাদেশ গড়ার যাত্রায় টাঙ্গাইলের ১৫বছর বয়সী তরুণ সামির তালুকদার জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ ধনবাড়ীতে কিশোরীকে চেয়ারে বেধে বাবা, সৎ মা ও ভাই মিলে নির্যাতনের অভিযোগ  কালিহাতীতে যুবকে কুপিয়ে হত্যা, পুকুর থেকে মরদেহ উদ্ধার।  মধুপুরে সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া শিক্ষার্থীর সহপাঠীদের নামে হত্যা মামলা,এলাকায় তোলপাড় সখীপুরে ৬০ টি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে ৬০ লাখ টাকা অনুদানের চেক বিতরণ  বিএনপি,র সাবেক নেতার বিরুদ্ধে আপত্তিকর বক্তেব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন মধুপুরে বিএনপির নেতার কারখানায় ডাকাতি। জেলা বিএনপি ঘটনাস্থল পরিদর্শন 

ধনবাড়ী পৌর নির্বাচনে নৌকার ভরাডুবি, বিদ্রোহী প্রার্থী বিজয়ী

  • আপডেট : রবিবার, ১৭ জানুয়ারী, ২০২১
  • ৪৯৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে টাঙ্গাইলের ধনবাড়ী পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ জানুয়ারি) দ্বিতীয় ধাপে প্রথম ইলেকট্রিক ভোটিং সিস্টেমে (ইবিএম) এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মনিরুজ্জামান বকল বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বিষয়টি জেলা নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল হাসান নিশ্চিত করেছেন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, সকাল ৮ টা হতে বিকেল ৪ টা পর্যন্ত ১৫টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। ৯ টি ওয়ার্ডে নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মনিরুজ্জামান বকল নারিকেল গাছ প্রতীকে ৮ হাজার ৯৬৩টি ভোট পেয়ে বিজয় অর্জন করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান মেয়র খন্দকার মঞ্জুল ইসলাম তপন নৌকা প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৮০৮ ভোট, আওয়ামী লীগের অপর বিদ্রোহী প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী কিসলু জগ প্রতীকে ২৯৮ ভোট এবং বিএনপি’র এসএমএ ছোবহান ধানের শীষ প্রতীকে ৩ হাজার ৫২ ভোট পেয়েছেন।

এছাড়াও এই পৌর নির্বাচনে কাউন্সিলর পদে ২৮ জন ও মহিলা কাউন্সিলর পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

টাঙ্গাইল জেলা নির্বাচন কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসান বলেন, নির্বাচন সুষ্ঠভাবে অনুষ্ঠিত হয়েছে।’

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme