সংবাদ শিরোনাম:
টাঙ্গাইলে অপহরণের ৫ ঘণ্টা পর দোকান কর্মচারী উদ্ধার

টাঙ্গাইলে অপহরণের ৫ ঘণ্টা পর দোকান কর্মচারী উদ্ধার

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে অপহরণের ৫ ঘণ্টা পর রঞ্জু মিয়া (৩০) নামের এক দোকান কর্মচারীকে উদ্ধার করেছে র‌্যাব-১২ এর সদস্যরা।

সোমবার রাতে সদর উপজেলার হাতিলা গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়। উদ্ধারকৃত রঞ্জু মিয়া দেলদুয়ার উপজেলার ভুরভুরিয়া গ্রামের মঞ্জুরুল ইসলাম খাঁনের ছেলে।

র‌্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানীর ভারপ্রাপ্ত কমান্ডার এরশাদুর রহমান বলেন, সোমবার (১৫ ফেব্রুয়ারী) বিকেল ৫টার দিকে রঞ্জু মিয়াকে শহরের ছয়আনী বাজার থেকে কৌশলে মোটরসাইকেলে করে অপহরণকারীরা অপরহরণ করে নিয়ে যায়। পরে অপহরণকারীরা মুক্তিপনের জন্য তার পরিবারের কাছে বিকাশের মাধ্যমে ৫০ হাজার টাকা দাবি করে। পরে রঞ্জু মিয়ার পরিবারের লোকজন সদর থানায় সাধারণ ডায়েরী করা হয়। পরবর্তীতে পরিবারের লোকজন র‌্যাবকে জানালে র‌্যাব ভিকটিমকে উদ্ধার তৎপর চালায়। এক পর্যায়ে অপহরণকরীদের দেয়া ঠিকানায় যাওয়া হলে র‌্যাবের উপস্থিতি টেরে পেয়ে রঞ্জু মিয়াকে ফেলে রেখে পালিয়ে যায়। অপহরণকারীরা রঞ্জু মিয়াকে মারধর করে। এ ব্যাপারে অপহরণকারীদের গ্রেফতারের অভিযান অব্যহত রয়েছে।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840