সংবাদ শিরোনাম:
টাঙ্গাইলে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল বাসাইলে ট্রাক্টর-সিএনজির সংঘর্ষে কৃষি শ্রমিক নিহত সখীপুরে গভীর রাতে ককটেল বিস্ফোরণ, সহোদর দুইভাই আহত, গ্রেপ্তার ১ টাঙ্গাইলে গৃহবধূকে হত্যার অভিযোগে ॥ শ্বশুর ও দেবর পলাতক মির্জাপুরে দাড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত আহত ৫ আগে প্রয়োজনীয় সংস্কার হবে তারপর জাতীয় নির্বাচন- চরমোনাই পীর টাঙ্গাইলে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৫ উদযাপন টাঙ্গাইলে মামলা হতেই এলজিইডির দুটি রাস্তার কাজ সম্পন্ন দেশ সেরা পিটিআই সুপারিনটেনডেন্ট নির্বাচিত হলেন টাঙ্গাইল পিটিআইয়ের রফিকুল ইসলাম তালুকদার  ভূঞাপুরে জুলাই বিপ্লবে শহীদ পলাশের লাশ উত্তোলনে বাদীর ‘না’

বাসাইলে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

  • আপডেট : রবিবার, ১৪ মার্চ, ২০২১
  • ১০০২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে ছোট ভাইয়ের ছুরির আঘাতে বড় ভাই আব্দুল মজিদ (৩৩) খুন হয়েছেন।

নিহত আব্দুল মজিদ (৩৩) উপজেলার বাথুলী সাদী গ্রামের ছেন্টু মিয়ার ছেলে। এ ঘটনায় পুলিশ ওই ছোট ভাই শফিকুল (৩১) কে আহত অবস্থায় আটক করেছেন।

রোববার (১৪ মার্চ) সকালে উপজেলার কাশিল ইউনিয়নের বাথুলী সাদীর পূর্ব পাড়ার খালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার বাথুলী সাদী গ্রামের ছেন্টু মিয়ার পাঁচ ছেলে দীর্ঘ দিন যাবৎ কাপড় তৈরীর ব্যবসা করে আসছিল। ব্যবসার হিসাব নিয়ে তাদের মধ্যে বিরোধ চলেছিলো। এক পর্যায়ে তা পারিবারিক কলহে রূপ নেই। এরইপ্রেক্ষিতে রোববার সকালে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছোট ভাই শফিকুল বড় ভাই আব্দুল মজিদকে ছুরি দিয়ে বুকে আঘাত করে। এসময় স্বজনরা তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল নিয়ে গেল কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপার বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে। হত্যার ঘটনায় তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে বলেও তিনি জানান।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme