সংবাদ শিরোনাম:

মির্জাপুরে বংশাই নদী থেকে লাশ উদ্ধার

  • আপডেট : রবিবার, ২১ মার্চ, ২০২১
  • ৭২৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের মির্জাপুরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

রোববার (২১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে মির্জাপুর পৌরসভার বংশাই নদীর উপর নির্মিত একাব্বরর হোসেন সেতুর পাশে এ লাশ দেখা যায়।

ঘটনার সংবাদ পেয়ে মির্জাপুর থানা পুলিশ বেলা সাড়ে ১১টার দিকে নদী থেকে ওই লাশটি উদ্ধার করে।

মির্জাপুর থানা পুলিশ জানায়, লাশটি ৩৫-৩৮ বছর বয়সী কোন যুবকের। তবে তাৎক্ষণিকভাবে লাশটির পরিচয় শনাক্ত করা যায়নি। লাশটি অর্ধগলিত, অর্ধনগ্ন অবস্থায় পাওয়া গিয়েছে বলে জানান মির্জাপুর থানার উপ পরিদর্শক ফয়েজ আহমেদ।

স্থানীয় একাধিক ব্যক্তির বলেন, লাশটি তাদের এলাকার কোন ব্যক্তির নয় । তবে স্রোতহীন নদীতে লাশ আসলো কোথা থেকে এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. গিয়াস উদ্দিন বলেন, আমরা লাশটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়ণাতদন্তের জন্য পাঠিয়েছি। রিপোর্ট পাওয়ার পর আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme