সংবাদ শিরোনাম:
টাঙ্গাইলে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল বাসাইলে ট্রাক্টর-সিএনজির সংঘর্ষে কৃষি শ্রমিক নিহত সখীপুরে গভীর রাতে ককটেল বিস্ফোরণ, সহোদর দুইভাই আহত, গ্রেপ্তার ১ টাঙ্গাইলে গৃহবধূকে হত্যার অভিযোগে ॥ শ্বশুর ও দেবর পলাতক মির্জাপুরে দাড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত আহত ৫ আগে প্রয়োজনীয় সংস্কার হবে তারপর জাতীয় নির্বাচন- চরমোনাই পীর টাঙ্গাইলে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৫ উদযাপন টাঙ্গাইলে মামলা হতেই এলজিইডির দুটি রাস্তার কাজ সম্পন্ন দেশ সেরা পিটিআই সুপারিনটেনডেন্ট নির্বাচিত হলেন টাঙ্গাইল পিটিআইয়ের রফিকুল ইসলাম তালুকদার  ভূঞাপুরে জুলাই বিপ্লবে শহীদ পলাশের লাশ উত্তোলনে বাদীর ‘না’

টাঙ্গাইলে প্রায়ত আ’লীগ নেতা আলমগীর হোসেন ও নূরুল ইসলামের স্মরন সভা

  • আপডেট : শুক্রবার, ২ এপ্রিল, ২০২১
  • ১০০১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ,সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রয়াত আলমগীর হোসেন তালুকদার ও টাঙ্গাইল জেলা আওয়ামী মৎসজীবী লীগের আহ্বায়ক প্রয়াত নূরুল ইসলাম মাতাব্বর এর স্মরনসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ ২ এপ্রিল শুক্রবার বিকালে ৪নং ওয়ার্ড আওয়ামী লীগ ও সর্বস্তরের জনগনের উদ্যোগে বেড়াডোমা শহীদ জাহাঙ্গীর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল সদর ৫ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো.ছানোয়ার হোসেন।

এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো:আ: হক শিকদার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সভাপতি ও টাঙ্গাইল পৌরসভার মেয়র সিরাজুল হক আলমগীর, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনসারী, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম খান, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মোস্তফিজুর রহমান মিনজু, যুব ও ক্রীয়া বিষয়ক সম্পাদক মির্জা মঈনুল ইসলাম লিন্টু, শহর আওয়ামী লীগের সাধারন সম্পাদক এম এ রৌফ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম খান।

এতে আরও বক্তব্য রাখেন, টাঙ্গাইল সদর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও হুগড়া ইউনিয়নের চেয়ারম্যান মো: তোফাজ্জল হোসেন, টাঙ্গাইল সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল হুদা নবীন, প্রয়াত আলমগীর হোসেন তালুকদারের ছেলে মো: মফিদুল ইসলাম আসিফ ও প্রয়াত নূরুল ইসলাম মাতাব্বরের ছেলে মো: ইমরান হোসেন প্রমূখ।

এসময় আরো উপস্থিত ছিলেন, টাঙ্গাইল পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর মো: আনোয়ার হোসেন তানাকা, টাঙ্গাইল পার্ক বাজারের সভাপতি মো: বারেক ও সাধারন সম্পাদক মো: জোয়াহেরুল ইসলামসহ জেলা আওয়ামী লীগ, শহর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সঞ্চলানায় ছিলেন ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো: রাকিব হোসেন উজ্জল।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme