টাঙ্গাইলে নতুন করে ৩৮ জন আক্রান্ত

টাঙ্গাইলে নতুন করে ৩৮ জন আক্রান্ত

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। গত ২৪ ঘন্টায় নতুন করে ৩৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

আক্রান্তদের মধ্যে মির্জাপুর ৯জন, কালিহাতী ৬জন, ভূঞাপুরে ৬জন, টাঙ্গাইল সদরে ৫জন, দেলদুয়ারে ৪জন, মধুপুরে ৩জন, সখীপুরে ২জন, নাগরপুরে ২জনসহ মোট ৩৮ জন।

এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ২১৫ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ্য হয়েছে ৩হাজার ৮৫৪ জন। এ পর্যন্ত জেলা মোট মৃত্যুবরণ করেছে ৬৭ জন। টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. শাহাবউদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে টাঙ্গাইল করোনা ডেডিকেটেড জেনারেল হাসপাতালে সর্বমোট ২১৬ জন করোনায় আক্রান্ত রোগী ভর্তি হয়। আক্রান্তদের মধ্যে সুস্থ্য হয়েছে ১৫৩ জন। উন্নত চিকিৎসার জন্য সর্বমোট রেফার্ড করা হয়েছে ৫৪ জনকে। বর্তমানে টাঙ্গাইলে জেনারেল হাসপাতালে ৮জন রোগী চিকিৎসাধীন রয়েছে।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840