ভূঞাপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে ১১ জনকে ২০ দিনের কারাদণ্ড

ভূঞাপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে ১১ জনকে ২০ দিনের কারাদণ্ড

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে ভূঞাপুরে যমুনা নদী থেকে অবৈধ বালু উত্তোলনের দায়ে ১১ জনকে ২০ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

বুধবার দুপুরে উপজেলার জগৎপুড়া এলাকায় র‍্যাব-১২ সিপিসি-৩ এ অভিযান চালায়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান।

দন্ডপ্রাপ্তরা হলেন, এনামুল হক, ছানা, ওয়াসিম খান, ইমতিয়াজ, নুরুল ইসলাম, ছালাম সরকার, জাহাঙ্গীর আলম, হাফিজুর, আপেল, আরমান খান ও বিল্পব হোসেন। এসময় ৫টি ভেকু মেশিন, ৪টি ট্রাক ও ৪৭ হাজার টাকা জব্দ করা হয়।

ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ এরশাদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে একটি আভিযানিক দল ভূঞাপুরের জগৎপুড়া এলাকায় অভিযান চালায়। এসময় যমুনা নদী থেকে অবৈধ বালু উত্তোলনের সময় ১১ জনকে আটক করা হয়ে। পরে উপজেল নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান তাদের ২০ দিন করে কারাদণ্ড প্রদান করেন। এসময় ৫টি ভেকু মেশিন, ৪টি ট্রাক ও ৪৭ হাজার টাকা জব্দ করা হয়।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840