প্রতিনিধি প্রতিবেদক : টাঙ্গাইলে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে দুই জনের মৃত্যু হয়েছে। নতুন করে ২৫ জন আক্রান্ত হয়েছেন। টাঙ্গাইল জেলার সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।
এই নিয়ে জেলায় মোট পাঁচ হাজার ১৮৬ জন করোনায় আক্রান্ত হলেন এবং এখন পর্যন্ত মারা গেছেন ৮৮ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন চার হাজার ২৭২ জন।
বর্তমানে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আইসিউ বেডে ৩ জন ও সাধারণ বেডে ১২ জন মোট ১৫ জন চিকিৎসাধীন আছেন।