গোপালপুরে অটোরিক্সা চালকদের মাঝে খাদ্য সহায়তা প্রদান

গোপালপুরে অটোরিক্সা চালকদের মাঝে খাদ্য সহায়তা প্রদান

প্রতিদিন প্রতিবেদক, গোপালপুর : লকডাউন অমান্য করে রাস্তায় অটোরিক্সা নিয়ে বের হওয়ায় ২০জনের রিক্সা আটক করে স্থানীয় প্রশাসন। পরবর্তীতে লকডাউনে তারা কর্মহীন হয়ে পড়ে। ফলে তাদের পরিবারে নেমে আসে অন্ধকার। পরবর্তীতে রিক্সা চালক ও তাদের পরিবারের কথা চিন্তা করে বতিক্রমী উদ্যোগ গ্রহণ করে উপজেলা প্রশাসন। ২০ জন রিক্সা চালকে দেওয়া হয় খাদ্য সহায়তা।

আজ সোমবার দুপুরে লকডাউনে অটোরিকশা না চালানোর শর্তে এ খাদ্য সহায়তা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ মল্লিক।

এ সময় অতিরিক্ত পু্লিশ সুপার (গোপালপুর সার্কেল) মো. সোহেল রানা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. আবুল কালাম আজাদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আল মাসুম, প্রেসক্লাব সম্পাদক সন্তোষ কুমার দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840