গোপালপুরে ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে সচেতনমূলক সভা

গোপালপুরে ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে সচেতনমূলক সভা

প্রতিদিন প্রতিবেদক, গোপালপুর : টাঙ্গাইলের গোপালপুরে ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

গোপালপুর উপজেলা মৎস্য অফিস এর আয়োজনে (৩ অক্টোবর) রবিবার সকালে হেমনগর ইউনিয়নের নলিন বাজারে এলাকার মাছ ব্যবসায়ী ও জেলে এবং ব্যবসায়ীদের সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য অফিসার মো. তারিকুল ইসলাম খান, উপজেলা মৎস্য অফিস সহায়ক মো.নাজমুল হক, নলিন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. সোমেশ খান, নলিন বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ হাতেম ডাক্তার, মো. জুয়েল হোসেন, ইয়াকুব আলী, মো.আব্দুল বারেক, মোহাম্মদ ইদ্রিস, মোহাম্মদ আমির হামজা।

এতে আরো উপস্থিত ছিলেন মৎস্য অফিসের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ।

বক্তরা বলেন, আগামী ৪ অক্টোবর হইতে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন ইলিশ শিকার ও বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840