সংবাদ শিরোনাম:
ভাসানী বিশ্ববিদ্যালয়ে ‘ইনোভেশন শোকেসিং’ অনুষ্ঠিত হয়েছে টাঙ্গাইলে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত মির্জাপুরের একটি বিল থেকে মানব কঙ্গাল উদ্ধার মির্জাপুরে তীব্র পানির সংকট নিরসনে শহরের ব্যস্ততম চারটি স্থানে এমপি শুভর নলকুপ স্থানের উদ্যোগ টাঙ্গাইলের মধুপুরে ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষিকা মেয়ে ও জামাতার নির্যাতনে শতবর্ষী বৃদ্ধের মৃত্যুর অভিযোগ টাঙ্গাইলের মধুপুরে বারোয়ারী মন্দিরে অগ্নিকাণ্ডে পাল্টাপাল্টি অভিযোগ! টাঙ্গাইলে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে গণমাধ্যমকর্মীদের সমাবেশে মির্জাপুরে রাতের আঁধারে কৃষি শ্রমিককে কুপিয়ে হত্যা টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে পথচারী, রিক্সাচালকদের মাঝে খাবার পানি ও স্যালাইন বিতরণ
শেখ রাসেল দিবস উপলক্ষ্যে টাঙ্গাইলে শিক্ষার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণ

শেখ রাসেল দিবস উপলক্ষ্যে টাঙ্গাইলে শিক্ষার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণ

প্রতিদিন প্রতিবেদক : শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস অদম্য আত্মবিশ্বাস শ্লোগানকে সামনে নিয়ে শেখ রাসেল দিবস উপলক্ষে টাঙ্গাইলে আলোচনা সভা ও প্রধানমন্ত্রীর বিশেষ উপহার শিক্ষার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়েছে।

আজ সোমবার দুপুরে আইসিটি মন্ত্রনালয়ের অধীনে র্লানিং এন্ড র্আনিং ডেপোলপমেন্ট প্রজেক্ট এর আত্ততায় সার্ভিস ইঞ্জিন লিমিটেড এর সহযোগিতায় টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গনির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক।

বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, সার্ভিস ইঞ্জিন লিমিটেডের টাঙ্গাইল জেলার কো-অডিনেটর আশরাফুল আলম প্রমুখ।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শেষে টাঙ্গাইলের ২৭জন শিক্ষার্থীর মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়।

উল্লেখ্য, আইসিটি মন্ত্রনালয়ের অধীনে র্লানিং এন্ড র্আনিং ডেপোলপমেন্ট প্রজেক্ট এর আত্ততায় ২০২০ সাল থেকে টাঙ্গাইলের প্রায় এক হাজার শিক্ষার্থীদের মাঝে ফ্রিল্যান্সিং বিষয়ে ট্রেনিং দেওয়া হয়। এ ট্রেনিং এ অংশগ্রহণকারীদের মধ্য থেকে আইসিটিতে দক্ষ ২৭জনকে এই ল্যাপটপ দেওয়া হয়।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840