প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের গোপালপুরে মুক্তিযোদ্ধাদের নাম সম্বলিত ফলক ‘চিরঞ্জীব মুজিব’ ম্যুরালের উদ্বোধন করা হয়েছে।
১৬ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলার স্বাধীনতা কমপ্লেক্সের পাশে ম্যুরালটির উদ্বোধন করেন ভূঞাপুর-গোপালপুর এমপি ছোট মনি।
পরে মহান বিজয় দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় উপজেলা চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু, পৌর মেয়র রকিবুল হক ছানা, উপজেলা নির্বাহী অফিসার মোঃ পারভেজ মল্লিক, উপজেলা সহকারী কমিশনার ভূমি সাদিয়া ইসলাম সিমাসহ মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ, ও বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।