টাঙ্গাইলের স্কুলগুলোতে নতুন পাঠ্যবই বিতরণ

টাঙ্গাইলের স্কুলগুলোতে নতুন পাঠ্যবই বিতরণ

প্রতিদিন প্রতিবেদক : সারা দেশের মতো টাঙ্গাইলে সকল প্রাইমারী ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসা গুলোতে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়েছে।

শনিবার সকালে মডেল সরকারী প্রাইমারী স্কুলে এ কার্যক্রমের পরিদর্শন করেন জেলা প্রশাসক ড. মো: আতাউল গনি। এসময় শিক্ষা বিভাগের কর্মকর্তাবৃন্দ, অভিভাবক ও বিশিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন।

সকালেই শিক্ষার্থীরা তাদের অভিভাবকদের সাথে নিয়ে স্কুলে হাজির হয়। বছরের প্রথম দিনেই নতুন পাঠ্য বই হাতে পেয়ে খুশী শিক্ষার্থীরা।

টাঙ্গাইল জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: আব্দুল আজিজ জানান, এবছর টাঙ্গাইল জেলায় ২০ লাখ ৮১ হাজার ৯৪৪টি বইয়ের চাহিদা ছিলো। এরমধ্যে ১৮ লাখ ৪২ হাজার ৪২০টি বই পাওয়া গেছে। শতভাগ বই পাওয়া গেছে ৯টি উপজেলার জন্য। চাহিদার অবশিষ্ট বই গুলো অতিদ্রুত আমাদের কাছে আসবে বলে আশা করা যাচ্ছে।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840