বাসাইলে সংসদ সদস্যের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ

বাসাইলে সংসদ সদস্যের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ

মাসুদ রানা, বাসাইল: টাঙ্গাইলের বাসাইলে ইউপি নির্বাচনে প্রার্থীদের দলীয় মনোনয়নের তালিকা প্রেরণে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুুর) আসনের সংসদ সদস্য এ্যাডঃ জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহেরের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ করে সাংবাদিক সন্মেলন করা হয়েছে।

বুধবার (১১ মে) দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে বাসাইল সদর ইউনিয়ন আ’লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক এবং জেলা শ্রমিকলীগের সদস্য ও সদর ইউপি থেকে আ”লীগের মনোনয়ন প্রত্যাশি রফিকুল ইসলাম সংগ্রাম এই সংবাদ সন্মেলন করেন। এ সময় তিনি লিখিত বক্তব্য এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে উপজেলা, জেলা আওয়ামী লীগসহ সংসদ সদস্যের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ করেন।

সংগ্রাম বলেন, ওয়ার্ড এবং সদর ইউনিয়ন আ’লীগের সন্মতিতে আমাকেসহ ১নং তালিকায় রেখে আরো তিনজনের নাম রেজুলেশন করে জমা দেয়া হয়। পরবর্তীতে আমার নাম বাদ দিয়ে উপজেলা এবং জেলা আ’লীগেরর সাধারণ সম্পাদক ও সংসদ সদস্যের ‘‘মাইম্যান” বলে খ্যাত মোঃ সোহেল মিয়াকে তালিকায় ১নং এ রেখে তিন জনের নামের তালিকা কেন্দ্রে প্রেরণ করেন। ব্যক্তিগত আক্রোশে জেলা আ’লীগের সাধারণ সম্পাদক দলের ত্যাগী নেতা-কর্মীদের অবমূল্যায়ন করছেন। তিনি এমন স্বেচ্ছাচারিতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দলের প্রকৃত ত্যাগী নেতাদের মনোনয়নের তালিকা প্রেরণ এবং মনোনয়ন দেবার জন্য আওয়ামী লীগের সভাপতি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অনুরোধ করেন।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840