সংবাদ শিরোনাম:
মির্জাপুরে দাড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত আহত ৫ আগে প্রয়োজনীয় সংস্কার হবে তারপর জাতীয় নির্বাচন- চরমোনাই পীর টাঙ্গাইলে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৫ উদযাপন টাঙ্গাইলে মামলা হতেই এলজিইডির দুটি রাস্তার কাজ সম্পন্ন দেশ সেরা পিটিআই সুপারিনটেনডেন্ট নির্বাচিত হলেন টাঙ্গাইল পিটিআইয়ের রফিকুল ইসলাম তালুকদার  ভূঞাপুরে জুলাই বিপ্লবে শহীদ পলাশের লাশ উত্তোলনে বাদীর ‘না’ কালিহাতীতে আলোচিত রায়হান হত্যার প্রধান আসামি ইব্রাহিম গ্রেফতার  টাঙ্গাইলে গুলি করে ৭৮ লাখ টাকা ডাকাতির মাস্টারমাইন্ড গ্রেপ্তার স্মার্ট বাংলাদেশ গড়ার যাত্রায় টাঙ্গাইলের ১৫বছর বয়সী তরুণ সামির তালুকদার জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

সখীপুরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

  • আপডেট : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২
  • ২৬৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, সখীপুর: টাঙ্গাইলের সখীপুরে সিডস্টোর সড়কের পাথারপুর জনতা উচ্চ বিদ্যালয় মোড় এলাকায় ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। শুক্রবার ২৩ ডিসেম্বর সকাল সাড়ে ৮ টার দিকে এ দুঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার বাগবেড় গ্রামের ওহাব আলীর ছেলে মাসুদ রানা (২৪) এবং একই গ্রামের আবদুস ছালামের ছেলে শাকিব আহমেদ (১৮)। নিহত মাসুদ রানা ভালুকা উপজেলার বাটাজোড় বাজারের মাসুদ মেশিনারিজ স্টোরের মালিক ও নিহত শাকিব আহমেদ ওই দোকানের কর্মচারী। তাঁরা সম্পর্কে মামা-ভাগ্নে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ৮ টার দিকে দ্রুতগতিতে একটি ট্রাক সখীপুরের দিকে যাচ্ছিল। এ সময় দুজন মোটরসাইকেল আরোহী বাটাজোর বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার সময় জনতা উচ্চ বিদ্যালয় মোড় এলাকায় পৌঁছলে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।

সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানায়, ট্রাক ও মোটর সাইকেলের গতি বেশি থাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

গজারিয়া ইউনিয়নের চেয়ারম্যান এ্যাডভোকেট আনোয়ার হোসেন বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এমন অনাকাঙ্খিত মৃত্যু করো কাম্য নয়। নিহত দুইজনই গজারিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme