সংবাদ শিরোনাম:
মির্জাপুরে তীব্র পানির সংকট নিরসনে শহরের ব্যস্ততম চারটি স্থানে এমপি শুভর নলকুপ স্থানের উদ্যোগ টাঙ্গাইলের মধুপুরে ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষিকা মেয়ে ও জামাতার নির্যাতনে শতবর্ষী বৃদ্ধের মৃত্যুর অভিযোগ টাঙ্গাইলের মধুপুরে বারোয়ারী মন্দিরে অগ্নিকাণ্ডে পাল্টাপাল্টি অভিযোগ! টাঙ্গাইলে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে গণমাধ্যমকর্মীদের সমাবেশে মির্জাপুরে রাতের আঁধারে কৃষি শ্রমিককে কুপিয়ে হত্যা টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে পথচারী, রিক্সাচালকদের মাঝে খাবার পানি ও স্যালাইন বিতরণ ভাসানী বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত ভূঞাপুরে প্রতীক পেয়েই প্রার্থীদের প্রচারণা নাগরপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা কে কুপিয়ে হত্যা, আটক ৬
ঘাটাইলে জেলা প্রশাসকের সাথে মতবিনিময়

ঘাটাইলে জেলা প্রশাসকের সাথে মতবিনিময়

প্রতিদিন প্রতিবেদক, ঘাটাইল: টাঙ্গাইলের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সাথে ঘাটাইল উপজেলার বীর মুক্তিযোদ্ধা, সরকারী কর্মকমর্তা/কর্মচারী, জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দ, সুধী সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক/ছাত্রছাত্রী, ব্যবসায়ীসহ সমাজের বিভিন্ন পেশার মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৪ মার্চ মঙ্গলবার উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্বাহী অফিসার মুনিয়া চৌধুরীর সভাপতিত্বে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই সভার আয়োজন করা হয়।

সভায় বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলার নবাগত জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার, উপজেলা চেয়ারম্যান শহিদুল ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইমলাম লেবু, পৌর মেয়র আব্দুর রশিদ মিয়া, ঘাটাইল উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মোঃ তোফাজ্জল হোসেন, জিবিজি সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ শামসুল আলম মনি, লেখক গবেষক সাংবাদিক জুলফিকার হায়দার, উপজেলা স্বাস্থ্য (পঃ পঃ) কর্মকর্তা ডাঃ মোঃ সাইফুর রহমান খান, টাঙ্গাইল এমসিকম গোপনীয় সহকারী কর্মকর্তা দ্বীপ ভৌমিক মহিলা ভাইস চেয়ার শাহিনা সুলতানা শিল্পি, জামুরিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম খান হেষ্টিং, ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহিম মিয়া, ঘাটাইল প্রেস ক্লাবের সভাপতি খান ফজলুর রহমান প্রমুখ।

সভায় ১৪টি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অটিষ্টিক শিশুদের হাতে টিফিন বক্স ও ক্ষুদ্র নৃতাত্বিক গোষ্ঠির লোক জনের হাতে অনুদানের চেক তুলে দেন। বিকেলে সন্ধানপুর ইউনিয়নে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবন মান উন্নয়নে বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহয়তা শীর্ষক কর্মসূচির আওতায় শিক্ষা বৃত্তি ও বাই সাইকেল বিতরণ করা হয়।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840