সংবাদ শিরোনাম:
মেয়ে ও জামাতার নির্যাতনে শতবর্ষী বৃদ্ধের মৃত্যুর অভিযোগ টাঙ্গাইলের মধুপুরে বারোয়ারী মন্দিরে অগ্নিকাণ্ডে পাল্টাপাল্টি অভিযোগ! টাঙ্গাইলে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে গণমাধ্যমকর্মীদের সমাবেশে মির্জাপুরে রাতের আঁধারে কৃষি শ্রমিককে কুপিয়ে হত্যা টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে পথচারী, রিক্সাচালকদের মাঝে খাবার পানি ও স্যালাইন বিতরণ ভাসানী বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত ভূঞাপুরে প্রতীক পেয়েই প্রার্থীদের প্রচারণা নাগরপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা কে কুপিয়ে হত্যা, আটক ৬ ভলেন্টিয়ার ফর বাংলাদেশ টাঙ্গাইল জেলার উদ্যােগে শ্রমজীবী মানুষের মাঝে ছাতা ও শরবত বিতরণ টাঙ্গাইলে সিলেকশনের মাধ্যমে কোন শ্রমিক সংগঠন করতে দেয়া হবে না: এমপি ছানোয়ার হোসেন
ধনবাড়ী জমি বেদখল করে মাছ চাষ!

ধনবাড়ী জমি বেদখল করে মাছ চাষ!

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের ধনবাড়ীতে জমি বেদখল করে পুকুর তৈরী করে মাছ চাষ করার অভিযোগ উঠেছে। এব্যাপারে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় ঘটতে পারে রক্তক্ষয়ী সংর্ঘষ বলে আশংষ্কা করছে এলাকাবাসী। উপজেলার যদুনাথপুর ইউনিয়নের উখারিয়াবাড়ী গ্রামে এ ঘটনা ঘটেছে।

সরেজমিনে জমির মালিক ওয়াহেদ আলী জানায়, উখারিয়াবাড়ী গ্রামের এলাকার ইন্তাজ আলীর কাছ থেকে ২০০১ সালে দলিল মূলে ক্রয় করি। এর পরেই আমি সেই জমিতে ধান চাষ পরে পুকুর দিয়ে মাছ চাষ করে আসছিলাম।  হঠাৎ করেই এলাকার মৃত গেন্দা চৌধুরীর ছেলে মজিদ চৌধুরী, শুকুর আলীর ছেলে লিটন, তাহের, আজিজ গংরা সকলেই মিলে ভূমিহীন সমিতির নাম ব্যবহার করে আমার জমিটা বেদখল করে নেন এবং পাশের এক পুকুরের সাথে পুকুর বানিয়ে ফেলেন। এলাকায় তারা প্রভাব শালী হওয়ায় উক্ত সমিতির নাম ব্যবহার করে বওলা বিল নামক একটি বিলের এলাকার আরো অনেকের জায়গা দখল করে । তারা সরকারী অনেক খাস জায়গা (বিল) দখল করে  পুকুর বানিয়ে মাছ চাষ করে । এলাকার কোন লোকে কিছু বলতে গেলেই মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে । আমি গরীব অসহায় মানুষ আমি আমার জমি ফেরত চাই। এজন্য প্রশাসনের কাছে জোর হস্তক্ষেপ কামনা করছি। তারা  নিজেরা করি ভূমিহীন সমিতির নাম ভাঙ্গিয়ে সরকারী খাস জায়গা দখল করে নিয়েছে।

এব্যাপারে বিবাদী বওলা বিল কমিটির সাধারণ সম্পাদক আক্তার হোসেন তালুকদার জানান, জলা ধার, জেল মালিক তার, এই হিসেবেই আমরা এই বিলটিতে মাছ চাষ করে আসছি। তবে এখানে এলাকার ওয়াহেদ আলী তার নিজের ৩৬ শতাংশ জমি দাবী করেন। তবে এখানে তার কোন জমি নেই এটি সরকারী খাস জমির বিল। এখানে আমরা এলাকার ১শ থেকে দেড় শ পরিবার বিলটি দখল করে মাছ চাষ করে খেয়ে আসছি । এখানে যে মাছ  বিক্রি হয় , সে অর্থ দিয়ে মামলা পরিচালনার কাজে ব্যায়ভার করে থাকি। পরে একটি বিল কমিটি করা হয়েছে সে কমিটির সাধারণ সম্পাদকও আমি। তবে, সরকারী খাস বিল টি ইজারার মাধ্যমে তারা নিয়েছেন কীনা জানতে চাইলে তিনি বলেন না এটি আগে থেকেই খেয়ে আসছি মাছ চাষ করে।

স্থানীয় এলাকার শামীম হোসেন, ইকবাল হোসেন তালুকদার সহ এলাকাবাসী জানান, আক্তার তালুকদার, মজিদ চৌধুরী, তাহের আলী গংরা ভূমিহীন সমিতির সদস্য হয়েছে। এরা প্রকৃতপক্ষে ভূমিহীন নয়। এরা ভূমিহীন সমিতির নাম ব্যবহার করে সরকারী জালাধার দখল করে নিজেরা স্বাবলম্বী হচ্ছে। এই পুকুরে ওয়াহেদ আলীর কিছু জমি রয়েছে তাকে তো নামতেই দেন না । এলাকার কোন মানুষকেই একটি মাছও ধরতে দেন না। তবে সরকারী খাস জমির বিল কীভাবে তারা দখল করে আছে ব্যাক্তি স্বার্থে বিষয়টি নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে দখলদারদের খুঁটির জোর কোথায়?

ধনবাড়ী উপজেলা নির্বাহী নির্বাহী কর্মকর্তা মো: আসলাম হোসাইন বলেন, যদি সরকারী খাস জায়গা জলা ধার (বিল) বেদখল হয়ে থাকে তাহলে বিষয়টি খতিয়ে দেখে অবশ্যই বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840