সংবাদ শিরোনাম:
ধনবাড়ী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানে লড়ছেন ;মিনা লিপি মাভাবিপ্রবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষার্থীদের শরবত পান করালেন নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ এসোসিয়েশন মধুপুরে ইসতিসকার নামাজ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত টাঙ্গাইলে কাগজপত্র সঠিক না থাকায় ৩ বাসের জরিমানা জেলা প্রশাসন ও বি আর টি টাঙ্গাইলের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালিত গুচ্ছ ভর্তি পরীক্ষা উপলক্ষে মাভাবিপ্রবি বাস সার্ভিস মির্জাপুরে ৪৭ জন অসুস্থদের মধ্যে চেক বিতরণ ভূঞাপুরে ভবনে কাজ করতে গিয়ে প্রাণ গেল নির্মাণ শ্রমিকের মির্জাপুরে রাজশাহী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনে আগুন, ১০ যাত্রী আহত টাঙ্গাইল সদরে এক স্কুল ছাত্রকে কুপিয়ে হত্যা
কালিহাতীতে অবৈধভাবে সরকারি বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ

কালিহাতীতে অবৈধভাবে সরকারি বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ

কামরল হাসান,কালিহাতীঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় চামুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছয়টি সরকারি গাছ কর্তনের অভিযোগ পাওয়া যায়। বিদ্যালয়ে কর্তৃপক্ষ কেউই এই গাছ কাটা সম্পর্কে অবগত নন, অবৈধভাবে সরকারি গাছ কাটায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাছে লিখিত অভিযোগ দিয়েছে বিদ্যালয়টি প্রধান শিক্ষক ও সভাপতি।

১ মে দিবস বিদ্যালয়টি বন্ধ থাকায় বিদ্যালয়ে নিজস্ব সম্পত্তি রোপিত ছয়টি সরকারি গাছ কর্তনের অভিযোগ উঠে ঐ এলাকার মোঃআনোয়ার হোসেন লেবু(৫০), রফিকুল ইসলাম তোতা(৫৩),আজগর আলী (৬২), আবু বকর(৪২), আব্দুল কাদের (৩৮), মোঃ হারুন (৪০)।

সরেজমিন পরিদর্শনে দেখা যায়, বিদ্যালয়ে প্রাচীরের বাহিরে কয়েকটি গাছ কর্তন জায়গাটি দেখা গেছে ও বাঁশের বেড়া দিয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসেইন বলেন, ‍আমি অভিযোগ পেয়েছি, সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তাকে তদন্তপূর্বক ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এ বিষয়ে বিদ্যালয়ের সভাপতি ইদ্রিস আলী জানায়, বিদ্যালয়ের কমিটি বারো বছর আগে বিদ্যালয়ের নিজস্ব সম্পত্তিতে সরকারী গাছ রোপন করে। সেই গাছ কেটে স’মিলে নিয়ে গেছে। এনিয়ে স্থানীয় বাসিন্দারাও ক্ষোভ প্রকাশ করেছেন ।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, মে দিবসে বন্ধ থাকায় ছিলাম না বিদ্যালয়ে, গাছ কর্তনে কারণে শিক্ষক ও বিদ্যালয় কমিটি সকলকে নিয়ে সকালে মিটিং করে অভিযোগ করা হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাছে।

এ বিষয়ে গাছ কর্তনকারী মোঃআনোয়ার হোসেন লেবুকে মোটো ফোনে বার বার ফোন দিয়ে পাওয়া যায়নি।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840