সংবাদ শিরোনাম:
সাফল্য অর্জনেও ব্যতীক্রম নয় জমজ দুই বোন,  লাইবা ও লামিয়া দুজনেই পেলেন জিপিএ- ৫ নাগরপুরে মুক্তিযোদ্ধা পরিবার রাজপথে, প্রতিবাদ মানববন্ধন অনুষ্ঠিত এক স্কুল থেকে এসএসসিতে জিপিএ-৫ পেল জমজ দুই বোন মির্জাপুরে ধান চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন টাঙ্গাইলে মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের গার্ল-ইন- স্কাউটের সদস্যদের ডে ক্যাম্প ভূঞাপুরে সর্বজনীন পেনশন স্কিম অবহিতকরণে সভা দেলদুয়ারে অসহায় দুস্থদের মাঝে খাদ্য সহায়তা প্রদান গোপালপুরের পরিবহন শ্রমিকদের ডাটাবেজ বা নিবন্ধন তৈরি শুরু যুবককে গাছে বেঁধে মারধরের ঘটনায় তোলপাড় ডিএনএ দিবসে মাভাবিপ্রবিতে শিক্ষার্থীদের দেয়ালিকা প্রদর্শনী
ঘাটাইলে বিয়ের দাবিতে প্রবাসীর বাড়িতে তরুণীর অনশন

ঘাটাইলে বিয়ের দাবিতে প্রবাসীর বাড়িতে তরুণীর অনশন

প্রতিদিন প্রতিবেদক ঘাটাইল: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের বগাঁ গ্রামে প্রবাসীর বাড়িতে বিয়ের দাবিতে দুইদিন যাবৎ অনশন করছেন পার্শ্ববর্তী গোপালপুর উপজেলার এক তরুনী। তাকে পিটিয়ে আহত করেছেন বলে ছেলের পরিবারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে । গুরুতর আহত অবস্থায় ওই তরুণীকে রাস্তায় ফেলে দেন । এ বিষয়ে ঘাটাইল থানায় লিখিত অভিযোগ করেছেন ওই তরুণী।
লিখিত অভিযোগ, এলাকাবাসী ও তরুণীর বোন জামাই সোলায়মান জানান, টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা সংগ্রামপুর ইউনিয়নের জয়নাল আবেদীনের ছেলে মোস্তফা (২৮) ৩ বছর আগে চাকরী নিয়ে সৌদি যান। ফেসবুকে সম্পর্ক হয় পার্শ্ববর্তী গোপালপুর উপজেলার ডুবাইল গ্রামের আটাপাড়া গ্রামের এক তরুণীর মোবাইলে। দীর্ঘদিন তাদের সাথে মন দেয়া নেয়া চলে। এরই মধ্যে ওই তরুণীর গোপালপুর উপজেলার চনপাড়া গ্রামে বিয়ে হয়ে যায়।প্রবাসী মোস্তফা ফুসলিয়ে সেখান থেকে ছাড়িয়ে নিয়ে আসে। চলতি মাসের ১২ই জুলাই প্রবাসী মোস্তফা বাংলাদেশে আসেন।
এমনকি ১৩ই ও ১৫ই জুলাই তরুণীর বাড়িতে যান প্রবাসী মোস্তফা । সেখানে তাদের সাথে দৈহিক সম্পর্ক হয় ।গত শুক্রবার ২১জুলাই ওই তরুণীকে না জানিয়ে বিয়ে করতে গেলে পরে জেনে ফেলে। পড়ে ছেলের বাড়িতে এসে বিয়ের দাবিতে অনশন শুরু করে। এতে করে ছেলের পরিবার বিষয়টি না মেনে তাকে শারীরিক নির্যাতন করে বিভিন্ন জায়গায় জখম করে রাস্তায় বের করে দেন। পার্শ্ববর্তী আবুলের মোড়ে দুইদিন যাবৎ বিয়ের দাবিতে অনশন করছেন।
সংগ্রামপুর ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন বাবু বিয়ের দাবিতে অনশনের  বিষয়ে জানান, শুনেছি থানায় অভিযোগ দিয়েছে। যদি মেয়ের কোন ক্ষতি করে থাকে তাহলে তাকে অবশ্যই বিয়ে করতে হবে।
ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন জানান জানান, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840