সংবাদ শিরোনাম:
সাফল্য অর্জনেও ব্যতীক্রম নয় জমজ দুই বোন,  লাইবা ও লামিয়া দুজনেই পেলেন জিপিএ- ৫ নাগরপুরে মুক্তিযোদ্ধা পরিবার রাজপথে, প্রতিবাদ মানববন্ধন অনুষ্ঠিত এক স্কুল থেকে এসএসসিতে জিপিএ-৫ পেল জমজ দুই বোন মির্জাপুরে ধান চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন টাঙ্গাইলে মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের গার্ল-ইন- স্কাউটের সদস্যদের ডে ক্যাম্প ভূঞাপুরে সর্বজনীন পেনশন স্কিম অবহিতকরণে সভা দেলদুয়ারে অসহায় দুস্থদের মাঝে খাদ্য সহায়তা প্রদান গোপালপুরের পরিবহন শ্রমিকদের ডাটাবেজ বা নিবন্ধন তৈরি শুরু যুবককে গাছে বেঁধে মারধরের ঘটনায় তোলপাড় ডিএনএ দিবসে মাভাবিপ্রবিতে শিক্ষার্থীদের দেয়ালিকা প্রদর্শনী
মির্জাপুরে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি

মির্জাপুরে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি

প্রতিদিন প্রতিবেদক মির্জাপুর :টাঙ্গাইলের মির্জাপুরে জুয়েলারী দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘেেটছে। চোরের দল দোকানের শার্টারের লক ও কলাপসেবল গেইট কেটে ৪৫ ভড়ি স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে গেছে। শনিবার গভীর রাতে পৌর সদরের বাজারের কালিবাড়ি রোডের মহামায়া মার্কেটের সায়মা জুয়েলারিতে এই চুরির ঘটনা ঘটে বলে জানা গেছে।

এদিকে কলাপসেবল গেইটের তালা ভেঙে জুয়েলারি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় বাজারের ব্যাবসায়ীদের মধ্যে ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।
খবর পেয়ে রবিবার দুপুরে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শরফুদ্দিন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) এস এম মনসুর মুসা, বণিক সমিতির সভাপতি গোলাম ফারুক সিদ্দিকী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সায়মা জুয়েলারির মালিক দুলাল মিয়া জানান, প্রতিদিনের ন্যায় শুক্রবার রাতে ব্যবসা প্রতিষ্ঠানে তালা লাগিয়ে বাড়ি যান। শনিবার সাপ্তাহিক ছুটির দিন থাকায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল। রোববার সকালে মার্কেটের অন্য ব্যবসায়ীরা দোকান খুলতে গিয়ে ওই দোকানের কলাপসেবল গেইট কাটা দেখতে পান। পরে দুলাল মিয়াকে খবর দিলে তিনি এসে দোকানে চুরির বিষয়টি নিশ্চিত হন।

চোরের দল দোকানে ঢুকে সুকেচে সাজানো ৪৫ ভড়ি স্বর্ণালঙ্কার নিয়ে গেছে। দোকানের ভেতরের তিনটি সিসিটিভি ক্যামেরার সামনে চোরের দল কাপড় দিয়ে ঢেকে রাখে। তবে সিসিটিভি ক্যামেরায় দেখা যায় মাস্ক পড়া একজন লোক দোকানের ভেতরে প্রবেশ করে এবং অপরজন বাইরে দাড়িয়ে আছে।
এই ঘটনায় সায়মা জুয়েলারির মালিক মোহাম্মদ দুলাল মিয়া মির্জাপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালে মাসুদ করিম লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন জুয়েলারি দোকানে চুরি ঘটনা উদঘাটনে কাজ শুরু করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840