সংবাদ শিরোনাম:
মির্জাপুরে দাড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত আহত ৫ আগে প্রয়োজনীয় সংস্কার হবে তারপর জাতীয় নির্বাচন- চরমোনাই পীর টাঙ্গাইলে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৫ উদযাপন টাঙ্গাইলে মামলা হতেই এলজিইডির দুটি রাস্তার কাজ সম্পন্ন দেশ সেরা পিটিআই সুপারিনটেনডেন্ট নির্বাচিত হলেন টাঙ্গাইল পিটিআইয়ের রফিকুল ইসলাম তালুকদার  ভূঞাপুরে জুলাই বিপ্লবে শহীদ পলাশের লাশ উত্তোলনে বাদীর ‘না’ কালিহাতীতে আলোচিত রায়হান হত্যার প্রধান আসামি ইব্রাহিম গ্রেফতার  টাঙ্গাইলে গুলি করে ৭৮ লাখ টাকা ডাকাতির মাস্টারমাইন্ড গ্রেপ্তার স্মার্ট বাংলাদেশ গড়ার যাত্রায় টাঙ্গাইলের ১৫বছর বয়সী তরুণ সামির তালুকদার জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

কালিহাতীতে গোসল করতে গিয়ে খালা-ভাগ্নির মৃত্যু

  • আপডেট : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬৫২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক  : টাঙ্গাইলের কালিহাতীতে বাড়ির পাশে পুকুরে গোসল করতে গিয়ে জান্নাতী (১১) ও সাদিয়া (৮) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- কালিহাতী উপজেলার কুরুয়া গ্রামের মানিক মিয়ার মেয়ে জান্নাতী ও দৌলতপুর গ্রামের স্বপন তালুকদারের মেয়ে সাদিয়া। জান্নাতী নানার বাড়ি থেকে চতুর্থ শ্রেণিতে পড়াশোনা করতো। সাদিয়া খালার বাড়িতে বেড়াতে আসে এবং সে দ্বিতীয় শ্রেণির ছাত্রী। জান্নাতী ও সাদিয়া সম্পর্কে খালা-ভাগ্নি।

শনিবার (০২ সেপ্টেম্বর) সকাল ১১টায় কালিহাতী উপজেলার দেউপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জান্নাতীর নানা করিম মন্ডল জানান, জান্নাতী, সাদিয়া ও তানজিল তিনজনে মিলে সকাল ১১টার দিকে বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায় এবং তারা কেউ সাঁতার জানতো না। তাদের সাথে থাকা তানজিল গোসল করতে না নেমে দাড়িয়ে থাকে এবং জান্নাতী ও সাদিয়া পুকুরে নেমে ঝাপাঝাপি করে গোসল করার একপর্যায়ে পুকুরের পানিতে ডুবে যায়। পরে দাড়িয়ে থাকা তানজিল কান্নাকাটি শুরু করলে স্থানীয়রা জান্নাতী ও সাদিয়াকে পুকুর থেকে উদ্ধার করে বেলা ১২টার দিকে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক ডা: মনিরুল ইসলাম তাদের দুইজনকে মৃত ঘোষণা করেন।

ভূঞাপুর থানার এসআই কামরুল ইসলাম জানান, আমরা কালিহাতী থানায় সংবাদ দিয়েছি। তারা এলে আইনগত ব্যবস্থা করা হবে।

 

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme