সংবাদ শিরোনাম:
কালিহাতীতে ইসলামী আন্দলোনের সম্মেলন অনুষ্ঠিত জমিদার ওয়াজেদ আলী খান পন্নী চাঁদ মিয়ার ৮৯তম মৃত্যুবার্ষিকী পালিত টাঙ্গাইলের হুগড়া ইউনিয়নে কাশিনগর যুব সংঘের ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত টাঙ্গাইলে হেফাজতে ইসলামের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত মধুপুরে মাদক ও বাল্য বিবাহ বন্ধের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত নাগরপুরে দাদনের টাকার অভিযোগে ইট ভাটা বন্ধ-বিপাকে মালিক মধুপুরে নিযন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে টাঙ্গাইলে জাতীয়তাবাদী ব্যবসায়ী দলের নতুন জেলা কমিটি গঠন টাঙ্গাইলে ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থী এবং ইন্টার্ন শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন টাঙ্গাইলে লাইসেন্সবিহীন ক্লিনিকে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ, থানায় মামলা

মির্জাপুর উপজেলার উয়ার্শী ইউনিয়ন গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও দোয়া মাহফিল

  • আপডেট : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৪২ বার দেখা হয়েছে।

প্রতিদিন  প্রতিবেদক: তারুণ্যের রাজনৈতিক ভাবনা ও ছাত্র-জনতার অভ্যুত্থানে শাহাদাৎ বরণকারীদের আত্মার মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার উয়ার্শী ইউনিয়ন গণঅধিকার পরিষদ।

মির্জাপুর উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সচিব সোহেল তাজের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন।

প্রধান অতিথি তোফাজ্জল হোসেন তাঁর বক্তব্যে বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত ২য় স্বাধীনতা অর্জনের লড়াই শেষ হয়েছে কিন্তু স্বাধীনতা রক্ষার লড়াই আজীবন চালিয়ে যেতে হবে। তিনি বলেন, আগামীর বাংলাদেশ, তারুণ্যের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ গণঅধিকার পরিষদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ভিপি নুরদের বাংলাদেশ। নতুন এই স্বাধীন বাংলাদেশে কোনো ভোটডাকাতি, চাঁদাবাজি, দখলদারিত্ব, অনিয়ম-দুর্নীতি, অর্থপাচার মেনে নেওয়া হবে না, অন্যায় আমরা নিজেরাও করবো না, কোনো অন্যায় আমরা বরদাস্তও করবো না।

তিনি আরোও বলেন, জাতীয় নির্বাচনে কোটি কোটি টাকা খরচ করা প্রার্থীরা রাজনীতিকে ব্যবসায় রুপান্তরিত করেছে, নির্বাচনে প্রার্থী হয়ে টাকা বিনিয়োগ করে বিজয়ী হয়ে তার শতগুণ টাকা লোপাট করার পরিকল্পনা করে, এদেরকে বর্জন করতে হবে। পরিশেষে তিনি ছাত্র-জনতার অভ্যুত্থানে শাহাদাত বরণকারীদের আত্মার মাগফিরাত কামনা করেন।

আরো বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা গণঅধিকার পরিষদের সাবেক আহ্বায়ক মোঃ জহিরুল ইসলাম, সদস্য সচিব মাহবুবুর রহমান রাসেল, যুগ্ম আহ্বায়ক: মশিউর রহমান, এড. সুজন মিয়া, যুগ্ম সদস্য সচিব: শামীমুর রহমান সাগর, এইচএম সজীব, মির্জাপুর উপজেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক সোনালি আক্তার, টাঙ্গাইল জেলা ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সাবিত খান শাওন, সহ-সাংগঠনিক সম্পাদক শামীম পারভেজ খান প্রমুখ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme