সংবাদ শিরোনাম:

ঘাটাইলে জমি বিরোধে মারপিট । ভাঙচুরের অভিযোগে মামলা

  • আপডেট : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৮৯ বার দেখা হয়েছে।

টাঙ্গাইল প্রতিবেদক: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দিগর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের উত্তর ছামনা গ্রামে জমি বিরোধে মারপিট ও ভাঙচুরের ঘটনা ঘটছে। এ ঘটনায় ওই গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে ইয়াছিন আলী ওরফে আমজাদ আলী বাদী হয়ে ঘাটাইল আমলী আদালতে ১৪জনকে বিবাদী করে মামলা দ্বায়ের করেন।

মামলার বিবাদীরা হলেন-উপজেলার দিগর ইউনিয়নের উত্তর ছামনা গ্রামের আকবর হোসেনের ছেলে তামিম(২৫),মৃত রাজা মিয়ার ছেলে মোস্তাফিজুর(২৭),মৃত সেকান্দর আলীর ছেলে আকবর হোসেন(৫০),নিয়ামত আলীর ছেলে রেজাউল ইসলাম(২৭),মৃত কোরবানের ছেলে মোখলেছ আলী(৩৫) ও মোকছেদ আলী(২৮),মৃত হোসেন আলীর ছেলে এনামুল হক(৩৫), মৃত আব্দুল আলীর ছেলে লুৎফর রহমান(২৫),নাজিম উদ্দিনের ছেলে ইয়ার মামুদ(৩৫),কাদেরের ছেলে জাকির হোসেন(৩১),আকবর মাষ্টারের স্ত্রী কল্পনা খাতুন(৪৫), সুরুজ আলীর স্ত্রী সাহিদা বেগম(৩০), হুরমুজ আলীর ছেলে আক্তার (৩৬) ও হযরত আলীর ছেলে জামান হোসেন(৪৮)।

মামলার বিবরণে জানা গেছে, বাদী আমজাদ আলী ছামনা মৌজায় ৪ শতাংশ ভুমি ক্রয় করে বসতবাড়ী করে বসবাস করে আসছেন। বাড়ীর সীমানা প্রাচির করার সময় বাড়ির পরিমাপ করা কালীন বিবাদী তামিমদের বাড়িতে পোনে এক শতাংশ জায়গা ঢুকে রয়েছে। সেই ভুমিতে তামিরা বিল্ডিং নির্মাণ করেন। পরে স্থানীয় ইউপি সদস্যসহ মাতাব্বররা জায়গা ছেড়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্ত মোতাবেক বাদী আমজাদ আলী বাউন্ডারী করতে গেলে বিবাদীরা বাদিকে দেশীয় অস্ত্র দিয়ে মারপিট করেন এবং বাউন্ডারী ভেঙে ফেলে। পরে আমজাদ আলী বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দ্বায়ের করেন।

স্থানীয় একাধিক মাতাব্বর জানায়, বিষয়টি নিয়ে তারা শালিস করে জায়গা ছাড়ার সিদ্ধান্ত দিয়ে ছিলেন। অধ্যবদি তারা গায়ের জোড়ে ও প্রভাবশালীদের নির্দেশে জায়গা ছেড়ে দিচ্ছে না। থারা আরও জানায় শালিসী সিদ্ধান্ত বিবাদীরা মানলে আজ মামলা মোকাদ্দমা হতোনা।

এঘটনায় বিবাদী তামিম ও স্থানীয় ইউপি সদস্যকে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি।
এবিষয়ে ঘাটাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) রকিবুল ইসলাম জানান বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme