হাফিজুর রহমান: প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ কাটিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন কর্মজিবীরা। এতে করে টাঙ্গাইলের মধুপুর ও ধনবাড়ী বাস টার্মিনালে বেড়েছে যাত্রীদের চাপ। যাত্রীর চাপ থাকায় বাসের দিগুন ভাড়া দিয়ে নিতে হচ্ছে বাসের টিকেট। এর পরেও অনেকেই বাসের টিকেট না পাওয়ায় বিভিন্ন পন্থায় কর্মস্থলে যাচ্ছেন। সরেজমিন দেখা যায়, যাত্রীর চাপ থাকায় দীর্ঘ সারিতে লাইনে দাড়িয়ে সকল বয়সের যাত্রীরা বাসের টিকেট নিচ্ছেন।
মধুপুর বাস টার্মিনালে কথা হয় ঢাকার উদ্দ্যেশে রওনা হওয়া ধনবাড়ী উপজেলার বীরতারার বাজিতপুর গ্রামের বাসিন্ধা ঢাকার যাত্রী আল-আমিন, ইলিয়াস হোসেন, ও আকলিমা আক্তার সহ আরো অনেক যাত্রীরা জানান, এবার ঈদে যাত্রীর চাপ থাকায় বাস ভাড়া নিচ্ছে দ্বিগুন। আসতেও হয়েছে দ্বিগুন ভাড়া দিয়ে। ঈদ শেষ হয়েছে আজ কতদিন। তারপরও এখনো এতো বাড়তি ভাড়া কেন।
এদিকে ঈদ যাত্রা নিরাপদ করতে বাস টার্মিনাল এলাকায় পুলিশি নিরাপত্তা জোরদার করেছে থানা পুলিশ।