সংবাদ শিরোনাম:
মাওলানা ভাসানী ও বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগ কচু পাতার পানি না-বঙ্গবীর কাদের সিদ্দিকী আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় টাঙ্গাইলে জামায়াতের মিছিল টাঙ্গাইলে হত্যা মামলায় যুবক গ্রেপ্তার টাঙ্গাইলে লাঙ্গুলিয়া নদীতে বাঁধ দিয়ে মাছ চাষ; স্থানীয়দের উদ্বেগ, গুরুত্ব নেই প্রশাসনের টাঙ্গাইলে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল বাসাইলে ট্রাক্টর-সিএনজির সংঘর্ষে কৃষি শ্রমিক নিহত সখীপুরে গভীর রাতে ককটেল বিস্ফোরণ, সহোদর দুইভাই আহত, গ্রেপ্তার ১ টাঙ্গাইলে গৃহবধূকে হত্যার অভিযোগে ॥ শ্বশুর ও দেবর পলাতক মির্জাপুরে দাড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত আহত ৫ আগে প্রয়োজনীয় সংস্কার হবে তারপর জাতীয় নির্বাচন- চরমোনাই পীর

গোপালপু‌রে নগদা শিমলা ইউনিয়নে উপ-নির্বাচন, চার ঘণ্টায় ১০ ভোট

  • আপডেট : বুধবার, ২ নভেম্বর, ২০২২
  • ৩৭৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের গোপালপু‌র উপজেলার নগদা শিমলা ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে এক‌টি কেন্দ্রের একটি কক্ষে চার ঘণ্টায় ১০টি ভোট পড়েছে। এটি ৩৮ নম্বর দক্ষিণ পাথা‌লিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের অবস্থা।

বুধবার (২ নভেম্বর) সরেজমিনে দেখা গেছে, নগদা শিমলা ইউনিয়নের দক্ষিণ পাথা‌লিয়া সরকা‌রি প্রাথ‌মিক বিদ্যাল‌য় কে‌ন্দ্রে সকাল থে‌কেই ভোটার উপ‌স্থি‌তি ছিল কম। ইভিএমের মাধ্যমে সকাল ৮টা থে‌কে ভোটগ্রহণ শুরু হ‌য়ে। দুপুর ১২টা পর্যন্ত কে‌ন্দ্রের ১ নম্বর ক‌ক্ষে ৩৮৯ ভোটা‌রের ম‌ধ্যে ২৮‌ ভোট, একই ক‌ক্ষের ৩৮৭ ভোটা‌রের মধ্যে ২৩‌ ভোট, ৭ নম্বর ক‌ক্ষে ৩৯০ ভোটা‌রের ম‌ধ্যে ১০ ভোট, ৩ হাজার ৯৯১ ভোটের ম‌ধ্যে ১৬ ভোট এবং ৯ নম্বর ক‌ক্ষের ৩৮৮ ভোটের ম‌ধ্যে ১১ ভোট, একই ক‌ক্ষের ৩৯০ ভোটের ম‌ধ্যে ২০ ভোট প‌ড়ে‌ছে।

দ‌ক্ষিণ পাথা‌লিয়া সরকা‌রি প্রাথ‌মিক বিদ্যাল‌য় কে‌ন্দ্রের পোলিং অফিসার বলেন, ‘উপ‌নির্বাচ‌নে ভোটার‌দের আগ্রহ খুবই কম। তাই কে‌ন্দ্রে ভোটার কম। কে‌ন্দ্রে শুধু নৌকা প্রতী‌কের এজেন্ট র‌য়ে‌ছে। আর কোনো প্রার্থীর এজেন্ট নেই।’

দ‌ক্ষিণ পাথা‌লিয়া সরকা‌রি প্রাথ‌মিক বিদ্যাল‌য় কে‌ন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. মোজা‌ম্মেল হো‌সেন বলেন, ‘নৌকা প্রার্থীর এজেন্টসহ অন্যান্য প্রার্থী‌দের এজেন্ট থাকার জন্য ছ‌বি ও আইডি দি‌য়ে‌ছে। কিন্তু নৌকার এজেন্ট ছাড়া আর কোনো এজেন্ট কে‌ন্দ্রে আসেনি। ত‌বে কেন্দ্রে ভোটার উপ‌স্থি‌তি কম র‌য়েছে।’

নগদা শিমলা ইউনিয়‌ন নির্বাচ‌নে আনারস প্রতী‌কের প্রার্থী গোলাম মোস্তফা অভিযোগ ক‌রে ব‌লেন, ‘ভোটার‌দের রাস্তায় আটকিয়ে দেওয়া হ‌চ্ছে। কে‌ন্দ্রে আস‌তে পার‌ছেন না। তা‌দের ভয় দেখা‌নো হ‌চ্ছে।’

প্রসঙ্গত, গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী আসাদুজ্জামান সোহেল ও আনারস প্রতীকের প্রার্থী গোলাম মোস্তফা আঙ্গুর নির্বাচনে অংশ নিয়েছেন। এ ইউনিয়ন ছাড়াও সদস্য পদে ঘাটাইল উপজেলার দেওলাবাড়ি ইউনিয়নের ৭ নং ওয়ার্ড এবং মধুপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme