সংবাদ শিরোনাম:
কালিহাতীতে নকল সরবরাহের দায়ে কলেজ শাখা ছাত্রদলের সভাপতি বহিষ্কার  ভুতুড়ে বিলের কবলে গোপালপুরের পল্লী বিদ্যুতের গ্রাহকরা মির্জাপুরে ৫ লাখ টাকার চোরাই গাজারী কাঠসহ ৬ জন গ্রেপ্তার মাভাবিপ্রবিতে বিশ্ব পরিবেশ দিবস পালিত সখীপুরে এক বেকারিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা যারা মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরায় তাদের পরিণতিও একই হবে- কাদের সিদ্দিকী নাগরপুরে মোকনা ইউনিয়নে বিএনপি নেতা লাভলু লিফলেট বিতরণ ও বৃক্ষরোপন নাগরপুরে চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন নাগরপুর সদর মীরনগর যুব সংঘ ক্লাবের ফাইনাল খেলা অনুষ্ঠিত পাঁচ বছরেও শেষ হয়নি ২৫৬ মিটার দৈর্ঘ্যের সেতুর কাজ, লাপাত্তা ঠিকাদার

গোপালপুরে রাত দিন জ্বলে প্রাণী সম্পদ অফিসের লাইট

  • আপডেট : শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ৩০৮ বার দেখা হয়েছে।

মো. নুর আলম, গোপালপুর: দেশ জুড়ে চলছে বিদ্যুৎ সংকট। সরকার প্রধান বিদ্যুৎ সাশ্রয়ের কঠোর তাগিদ দিয়েছেন। এ নির্দেশ পালন করছেন উপজেলা প্রশাসন। টহল টিমের মাধ্যমে রাত ৮ টার মধ্যে দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, সড়ক বাতি এমনকি লাইটিং সাইনবোর্ড পর্যন্ত বন্ধ করে দিয়েছেন। কিন্তু উপজেলা পরিষদ চত্বরের প্রাণী সম্পদ অফিস ও ভেটেরিনারি হাসপাতাল ভবনের ভিতর বাইরের সব সিকিউরিটি বাতি টানা তিন দিন ধরে জ্বলছে।

জানা যায়, গত বৃহস্পতিবার দুপুর ২টায় প্রাণী সম্পদ কর্মকর্তা শরীফ আব্দুল বাছিদ অফিস ত্যাগের সময় তিন তলা ভবনের ভিতরে ৩টি এবং বাইরের ৪টি লাইট জ্বালিয়ে চলে যান। শনিবার বিকালে এ রিপোর্ট লেখা পর্যন্ত এসব বাতি বিরতিহীনভাবে জ্বলতে দেখা যায়।

অফিস সংলগ্ন দোকানদাররা জানান, শুধুমাত্র লোডশেডিং ছাড়া এ ভবনের বাতি কখনোই বন্ধ হয়না। সারা বছর এসব বাতি রাতদিন জ্বলতে থাকে। অফিস সহকারি আব্দুস সাত্তার জানান, মাস্টার রোলের কর্মচারি মমতা বেগমের হয়তো বিদ্যুৎতের সুইচ অফ করার খেয়াল নেই।

প্রাণী সম্পদ কর্মকর্তা শরীফ আব্দুস বাছিদ জানান, অফিসে ৫জন স্টাফের পদ দীর্ঘ দিন ধরে শূণ্য। ফলে অফিসের কাজ চালানো দূরহ হয়ে পড়েছে। ভুলক্রমে হয়তো বাতি বন্ধ করা হয়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ মল্লিক ছুটিতে থাকায় প্রশাসনের প্রতিনিধি হিসাবে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাদিয়া ইসলাম সীমা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিষয়টি খুবই দুঃখজনক।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme