প্রতিদিন প্রতিবেদক, মধুপুর: টাঙ্গাইলের মধুপুরে চাকুরী স্থায়ীকরণ, বেতন বৃদ্ধিসহ ব্যাংকের মাধ্যমে বেতনের দাবীতে মানববন্ধন করেছে বিএডিসি খামারে কর্মরত সকল শ্রমিকরা।
শুক্রবার ৪ নভেম্বর সকালে মধুপুরের কাকরাইদে বিএডিসি খামারে ও ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন তারা। মানববন্ধনে বক্তব্যে রাখেন, মধুপুর বিএডিসি কৃষি খামার শ্রমিক ইউনিয়নের সভাপতি শামছুল হক, সাধারণ সম্পাদক রেজাউল করিম, বীজ প্রক্রিয়াজাতকরণ কারখানা ও সংরক্ষণ ট্রেড ইউনিয়নের সভাপতি আব্দুর রহিম ও সাধারণ সম্পাদক আব্দুল জলিলসহ অন্যান্যরা।
মানববন্ধনে বক্তরা তাদের বিভিন্ন দাবী দাওয়া তুলে ধরে মাননীয় কৃষিমন্ত্রী ও প্রধানমন্ত্রী নিকট জোরহস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধন চলাকালে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কে ঘন্টাব্যাপী যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে যান চলাচল স্বাভাবিক হয়।