প্রতিদিন প্রতিবেদক, সখীপুর: টাঙ্গাইলের সখীপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশন সখীপুর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৮ জুলাই সকালে উপজেলা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সম্মেলনে উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জুলফিকার হায়দার কামালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মীর মনির হোসেন।
এসময় সখীপুর মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক মতিউর রহমান ভূইয়ার সঞ্চালনায়- জেলা মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক কাজী তাজ উদ্দিন আহমেদ রিপন, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক ইকবাল গফুর, সখীপুর আবাসিক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাকির হোসেন, ওসি(তদন্ত) রুহুল আমীন, জেলা মানবাধিকার কমিশনের সাংগঠনিক সম্পাদক ডা. সৈয়দ মাহমুদ, তথ্য, যোগাযোগ ও গবেষণা সম্পাদক খোরশেদ আলম, মহিলা বিষয়ক সম্পাদক নাহার চাকলাদার, অধ্যাপক খান মোহাম্মদ সেলিম, ইয়ারুম তালুকদার, আবদুল আজিজ বিএসসি, কামরুল হাসান প্রমুখ।