অটোরাইস মিলে দুর্ঘটনায় নিহত শ্রমিকদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান

অটোরাইস মিলে দুর্ঘটনায় নিহত শ্রমিকদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান

প্রতিদিন প্রতিবেদক, গোপালপুর: টাঙ্গাইলের গোপালপুরে একতা অটোরাইস মিলের হুপার ভেঙে দুর্ঘটনায় ৩ শ্রমিক নিহতের ঘটনায় মিল মালিকদের পক্ষ থেকে প্রতি পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।

বুধবার দুপুরে নিহত পরিবারের সদস্যদের হাতে টাকার চেক তুলে দেওয়া হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ মল্লিক, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, নিহত মোহাম্মদ আরিফুল ইসলামের স্ত্রী মোছা. নাসরিন, নিহত নাঈমুল ইসলামের স্ত্রী মোছা. আঁখি আক্তার এবং নিহত নুরুল ইসলামের স্ত্রী মোছা. নাজমাসহ মিল মালিক ও গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর রাত সাড়ে নয়টায় টাঙ্গাইলের গোপালপুর পৌরসভার ডুবাইল গ্রামে একতা অটোরাইস মিলের হুপার ভেঙে এ দুর্ঘটনা ঘটে। এতে ৩ শ্রমিক নিহত ও ৩ শ্রমিক আহত হয়। নিহতরা হলেন, কুড়িগ্রাম সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে মোহাম্মদ আরিফুল ইসলাম (২৮), নুর মোহাম্মদের ছেলে নাঈমুল ইসলাম (৩২), একই জেলার গারুহারা গ্রামের করিম মোল্লার ছেলে নুরুল ইসলাম (৩৫)।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840