আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবের সমাপনী

আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবের সমাপনী

প্রতিদিন প্রতিবেদক: ‘ফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্ন’-স্লোগানে চিলড্রেন’স ফিল্ম সোসাইটি টাঙ্গাইল-এর উদ্যোগে ও চিলড্রেন’স ফিল্ম সোসাইটি বাংলাদেশের পৃষ্ঠপোষকতায় তিন দিনব্যাপী ১৫তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবের সমাপনী হয়েছে।

অনুষ্ঠানে স্বেচ্ছাসেবীদের সনদ প্রদান করা হয়। সমাপনী অনুষ্ঠানে নির্মাতা রাকা নোশীন নাওয়ার, নির্মাতা ঋদ্ধ্য অনিন্দ্য গাঙ্গুলী, উৎসব আহবায়ক সাম্য রহমান, যুগ্ম আহবায়ক এনামুল হাসান, উৎসব পরিচালক মুঈদ হাসান তড়িৎ বক্তব্য রাখেন।

চিলড্রেন’স ফিল্ম সোসাইটি টাঙ্গাইলের সভাপতি ও উৎসব পরিচালক মুঈদ হাসান তড়িৎ বলেন, এমন আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব করতে পৃষ্ঠপোষকতা প্রয়োজন, তাহলেই আমরা নিয়মিত এমন উৎসব করতে পারবো। এছাড়াও শনিবার সিডিসি মিলনায়তনে মোবাইল চলচ্চিত্র নির্মাণ বিষয়ে কর্মশালা পরিচালনা করবেন নির্মাতা রাকা নোশীন নাওয়ার।

উল্লেখ্য, গত মার্চ মাসজুড়ে ঢাকাসহ দেশের আটটি বিভাগে চিলড্রেন’স ফিল্ম সোসাইটি বাংলাদেশের উদ্যোগে আয়োজিত হয় ১৫তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব বাংলাদেশ। ঢাকা উৎসবে ৩৮টি দেশের ১১৭টি শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শিত হয়।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840