কালিহাতীতে অবৈধ পলিথিন কারখানা সিলগালা

কালিহাতীতে অবৈধ পলিথিন কারখানা সিলগালা

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের কালিহাতীতে অভিযান চালিয়ে অবৈধ পলিথিন কারখানা সিলগালা করে বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে কারখানার ম্যানেজার ও জায়গার মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার ২০ এপ্রিল দুপুরে উপজেলার এলেঙ্গা পৌরসভার রৌহায় অবৈধ পলিথিন কারখানায় এ অভিযান পরিচালনা করেন কালিহাতী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান।

এসময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সজীব কুমার ঘোষ।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান জানান, টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের অভিযোগের পরিপ্রেক্ষিতে এই অভিযান চালানো হয়।

অভিযানে অবৈধভাবে নিষিদ্ধ পলিথিন উৎপাদন, আমদানি ও বাজারজাত করণের অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর আওতায় অভিযানকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারখানার মালিককে না পাওয়ায় ম্যানেজারকে ১০ হাজার টাকা ও জমির মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও জানান, প্রায় ৫০ কেজি পলিথিন উৎপাদনের কাঁচামাল পিপি দানা, প্রায় ৩০০ কেজি পলিথিন এবং ২ টি বোলিং মেশিন ও ১ টি কাটিং মেশিনসহ কারখানাটি সিলগালা করে দেয়া হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840