কালিহাতীতে আমন ধান সংগ্রহের উদ্বোধন

কালিহাতীতে আমন ধান সংগ্রহের উদ্বোধন

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের কালিহাতীতে সরকারীভাবে অভ্যন্তরীন আমন ধান-চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার ২২ ডিসেম্বর সকাল ১১টায় কালিহাতী খাদ্যগুদামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে অভ্যন্তরীণ আমন ধান-চাল সংগ্রহের উদ্বোধন করেন, টাঙ্গাইল -৪ সংসদ সদস্য মোহাম্মদ হাছান ইমাম খান সোহেল হাজারী।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম। এসময় অন্যান্যের মধ্যে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এন.এম রফিকুল আলম, কালিহাতী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফ রব্বানীসহ দলীয় নেতৃবৃন্দ ও মিল মালিকগণ উপস্থিত ছিলেন।

উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানাযায়, কালিহাতী উপজেলায় অভ্যন্তরীন আমন সংগ্রহ ২০২২-২৩ মৌসুমে ২৮ টাকা কেজি দরে ৪২৮ মেট্রিক টন ধান ও ৪২ টাকা কেজি দরে ৩৬২৮ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840