মনির হোসেন কালিহাতী : কন্যা শিশুর অগ্রযাত্রা দেশের জন্য নতুন মাত্রা” প্রতিপাদ্যে কালিহাতীতে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় কালিহাতী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দেওয়ান খাইরুন নাহার।
উপজেলা নির্বাহী অফিসার বেগম শামীম আরা নিপার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব আনছার আলী বি.কম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান রিনা পারভীন ও কালিহাতী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম মিঞা।
এসময় উপস্থিত ছিলেন, কালিহাতী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্য হোসেন আলী, আব্দুস ছালাম ও আবু মোহাম্মদ জিন্নাহসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কালিহাতী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ট্রেড ইন্সট্রাক্টর অনামিকা খন্দকার (কথা)।