সংবাদ শিরোনাম:
জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে শ্রেষ্ঠ সখীপুর আবাসিক মহিলা কলেজ টাঙ্গাইলের মধুপুরে ভোট দিতে যাওয়া হলো না মাসুদের টাঙ্গাইলে বাবার ভোট দিতে এসে ছেলে আটক টাঙ্গাইলে ভোট কেন্দ্রে ভিমরুলের আক্রমণে দিশেহারা ভোটার, আহত ২৫ টাঙ্গাইলে উপজেলা নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর বিফ্রিং কালিহাতীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত বাসাইলে তামাক নিয়ন্ত্রণে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত মাভাবিপ্রবিতে ক্যারিয়ার বিষয়ক কর্মশালা পাসপোর্ট টু আর্নিং অনুষ্ঠিত ভাসানী বিশ্ববিদ্যালয়ে ‘ইনোভেশন শোকেসিং’ অনুষ্ঠিত হয়েছে টাঙ্গাইলে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত
গোপালপুরে কৃষকদের সার-বীজ বিতরণ

গোপালপুরে কৃষকদের সার-বীজ বিতরণ

প্রতিদিন প্রতিবেদক গোপালপুর : গোপালপুরে সামাজিক দুরত্ব বজায় রেখে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের বাড়ি গিয়ে বিনামূল্যে আউশ প্রণোদনার সার-বীজ বিতরণ করলেন স্থানীয় আসনের সংসদ সদস্য ছোট মনির এম.পি।

বৃহস্পতিবার ( ১৬ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের কুড়িপাখিয়া গ্রামের কৃষক মোহাম্মদ আলী হাজীর বাড়ির আঙ্গিণায় গিয়ে প্রধান অতিথি হিসেবে এসব উপকরণ তুলে দিয়ে বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এ. এম শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ তুষার সাহা, গোপালপুর থানার ওসি মুস্তাফিজুর রহমান,

ইউপি চেয়ারম্যান মো. আবদুল হাই, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, জেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মির্জা আসিফ মাসুদ, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মো. আরিফুল ইসলাম তালুকদার,

উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মুহাম্মদ আবদুল হালিম, উপ-সহকারি কৃষি অফিসার মো. আবদুল বাছেদ, মো. দুলাল হোসেন, মোহাম্মদ হামিদুল হক, মো. আবু কায়সার রাসেল, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মো. শফিকুল ইসলাম, যুগ্ম আহবায়ক ইকবাল হোসাইনসহ সকল ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলায় মোট ৫শত জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষীর মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়। বিতরণকৃত কৃষি উপকরণের মধ্যে ছিল বিঘা প্রতি জমির জন্য ও চাষী প্রতি ৫ কেজি আউশ ধানের বীজ, ২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এ. এম শহিদুল ইসলাম জানান, উপজেলার একটি পৌরসভা ও ৭টি ইউনিয়ন ৫শত ক্ষুদ্র ও প্রান্তিক চাষীর মধ্যে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়।

এর মধ্যে ধোপাকান্দি ইউনিয়নে ১৯০জন, পৌরসভায় ৫০জন, মির্জাপুর ইউনিয়নে ৫০জন, আলমনগর ইউনিয়নে ৫০জন, হেমনগর ইউনিয়নে ৩০জন, হাদিরা ইউনিয়নে ৮০জন, নগদাশিমলা ইউনিয়নের ৩০জনসহ মোট ৫শতজন ক্ষুদ্র ও প্রান্তিক এ সহায়তা পাচ্ছেন। আউশ ধানের উৎপাদন বৃদ্ধিই এ কৃষি উপকরণ বিতরণের উদ্দেশ্য।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840