সংবাদ শিরোনাম:
মির্জাপুরে দাড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত আহত ৫ আগে প্রয়োজনীয় সংস্কার হবে তারপর জাতীয় নির্বাচন- চরমোনাই পীর টাঙ্গাইলে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৫ উদযাপন টাঙ্গাইলে মামলা হতেই এলজিইডির দুটি রাস্তার কাজ সম্পন্ন দেশ সেরা পিটিআই সুপারিনটেনডেন্ট নির্বাচিত হলেন টাঙ্গাইল পিটিআইয়ের রফিকুল ইসলাম তালুকদার  ভূঞাপুরে জুলাই বিপ্লবে শহীদ পলাশের লাশ উত্তোলনে বাদীর ‘না’ কালিহাতীতে আলোচিত রায়হান হত্যার প্রধান আসামি ইব্রাহিম গ্রেফতার  টাঙ্গাইলে গুলি করে ৭৮ লাখ টাকা ডাকাতির মাস্টারমাইন্ড গ্রেপ্তার স্মার্ট বাংলাদেশ গড়ার যাত্রায় টাঙ্গাইলের ১৫বছর বয়সী তরুণ সামির তালুকদার জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

গোপালপুরে গোডাউন থেকে ১৬১বস্তা ইউরিয়া সার চুরি অভিযোগ 

  • আপডেট : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ২৬৬ বার দেখা হয়েছে।
প্রতিদিন প্রতিবেদক গোপালপুরঃ টাঙ্গাইলের গোপালপুরের ধোপাকান্দি ইউনিয়নের, সাজানপুর বাজারের বিসিআইসি সার পরিবেশক মেসার্স এম হোসেন ট্রেডার্স থেকে ১৬১বস্তা ইউরিয়া সার চুরির অভিযোগ তুলেছেন দোকানের পরিচালক গনেশ চন্দ্র পাল।
স্থানীয়রা জানান বুধবার (১৭ জানুয়ারি) ভোর ৩টায় দোকানের তালা ভাঙা দেখে, বাজারের পাহারাদার সাজানপুর বাজার সমিতির সভাপতিকে অবগত করেন।
দোকানের পরিচালক গনেশ চন্দ্র পাল বলেন, রাতে পাহারাদার ও বাজার সমিতির সভাপতি ফোনে আমাকে দোকানের তালা ভাঙা থাকার বিষয়টি জানান| সকালে দোকানে এসে দেখি ষ্টক থেকে ১৬১বস্তা ইউরিয়া সার নাই, এগুলো সরকারের ভর্তুকিকৃত সার।
টাঙ্গাইল জেলা ফার্টিলাইজার এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির দাবি করেন, মেসার্স এম হোসেন ট্রেডার্স এর গোডাউনের তালা ভেঙ্গে ১৬১বস্তা ইউরিয়া সার নিয়ে গেছে দুর্বৃত্তরা, পুলিশ এসে ঘটনাস্থলে পরিদর্শন করেছে। দ্রুত তদন্ত করে এই সার উদ্ধার করা না হলে, এই বোরো মৌসুমে সাজানপুরের কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন।
সাজানপুর বাজার সমিতির সভাপতি মো. বাহাদুর বলেন, ফোন পেয়ে রাতেই ঘটনাস্থলে এসে দোকান মালিককে তালা ভাঙা থাকার বিষয়টি মুঠোফোনে অবহিত করি, তিনি সকালে দোকানে আসবে বলে জানান। পাহারাদারকে জিজ্ঞাসাবাদ করলে রাতে সন্দেহভাজন ৩জনকে দৌড়ে পালাতে দেখেছেন বলে জানান, তবে পাহারাদার গাড়ি দেখেনি বলে জানিয়েছেন।
স্থানীয় বাসিন্দা সালাউদ্দিন লিটন অভিযোগ করেন, পরশু রাতেও গরিব ভ্যান চালকের ৪টি ব্যাটারি চুরি হয়েছে, আজকের এই ঘটনায় এলাকার সুনাম ক্ষুন্ন হচ্ছে। দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনা হোক।
এব্যাপারে গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমদাদুল ইসলাম তৈয়ব মুঠোফোনে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে, এই ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন। মালামাল উদ্ধারে পুলিশ অভিযান পরিচালনা করবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme