প্রতিদিন প্রতিবেদক, গোপালপুর : টাঙ্গাইলের গোপালপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাপসুল ক্যাম্পিং এর উপলক্ষে অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়।
১১ ডিসেম্বর থেকে ৪ দিন ব্যাপী জাতীয় এ প্লাস ক্যাপসুল ক্যাম্পিং চলবে ।
গোপালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে জাতীয় পুষ্টি সেবা ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কল্যাণ মন্ত্রণালয় এর বাস্তবায়নে (৮ ডিসেম্বর) বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার আলিম আল রাজি এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন থানার তদন্ত কর্মকর্তা মোঃ মামুন ভূঁইয়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. তাপস চন্দ্র সাহা, ঝাওয়াইল ইউনিয়নের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম তালুকদার, প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ ফারুক হোসেন, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি জিএম ফারুক হোসেন, শিক্ষক সমিতির সম্পাদক মোঃ শফিকুল ইসলাম তালুকদার, ইমাম পরিষদের সভাপতি সম্পাদক, সুশীল সমাজের নেতৃবৃন্দ এবং অন্যান্য ডাক্তারবৃন্দ।