মো. নুর আলম গোপালপুর : গোপালপুরে মা ইলিশ সংরক্ষণে ভ্রাম্যমান আদালত অভিযান চালায়।
এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি গোলাম মাসুদ রেজা প্রধান।
অভিযানের সময় বেশকিছু ইলিশসহ ২০০ মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো.শাহজাহান কবির, হেমনগর ফাঁড়ির পুলিশ অফিসার এসআই আব্দুর রহমান সহ পুলিশ কর্মকর্তাবৃন্দ।
এ অভিযান চলাকালে জেলেদের সতর্ক করা হয়, ০৯ অক্টোবর হইতে ২২ অক্টোবর ২২ দিন সকল প্রকার ইলিশ ধরা এবং বিক্রয় নিষিদ্ধ।
এ সতর্কতার কারণে গোপালপুর উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে। এ আদেশ অমান্যকারীর বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
রোববার (১৩ অক্টোবর) বিকেলে যমুনা নদীর বিভিন্ন স্থানে, মোবাইল কোট অভিযান পরিচালনা করা হয়।