নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে ভূয়া সাংবাদিকদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ ব্যবসায়ীরা। এই কথিত সাংবাদিকরা শহরের বিভিন্ন ভাঙ্গারি ব্যবসায়ী ও ফুটপাতের দোকান মালিকদের কাছ থেকে চাঁদা দাবি করে আসছে। কেউ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাদের বিরুদ্ধে সংবাদ করার হুমকি দেয় ওই কথিত সাংবাদিক পরিচয়দানকারিরা। তাদের এই মিথ্যা হুমকির কারনে কয়েকজন ব্যবসায়ী অসুস্থ হয়ে পড়েছেন। এমনি ঘটনা ঘটেছে গত ৩১ মে শহরের আশেকপুরে। এ ঘটনায় টাঙ্গাইল সদর থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।
জানা যায়, জয়নুদ্দিন নামের এক ব্যক্তি আশেকপুর আটপুকুর পাড়ে দীর্ঘদিন ধরে ভাঙ্গারী ব্যবসা পরিচালনা করে আসছেন। গত ৮ এপ্রিল ওই ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারী মোঃ সিয়াম (৩২) কাজ করার সময় হঠাৎ করে বাম চোখে আঘাত পান। পরে তাৎক্ষনিক তাকে আশেপুর চক্ষু হাসপাতালে নিয়ে যান দোকানের মালিক জয়নুদ্দিন। পরে উন্নত চিকিৎসার জন্য সিয়ামকে তার পরিবারের লোকজন ঢাকায় নিয়ে যান এবং কোন ভাল চিকিৎসকের পরামর্শ না নিয়েই তড়িঘরি করে পরিবারের লোকজন সিয়ামের চোখের অপারেশন করান। পরবর্তীতে সিয়ামের বাবা মোঃ শহীদুল মিয়া গত ৩১ মে কথিত সাংবাদিক ওই ভাঙ্গারীর দোকানে পাঠান। এসময় কথিত সাংবাদিকরা দোকানের মালিক জয়নুদ্দিনকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখায় এবং এক লাখ টাকা চাঁদা দাবি করে। তাৎক্ষনিক টাকা দিতে না পারায় ওই কথিত সাংবাদিকরা তাদের মোবাইল নম্বর নিজ হাতে লিখে দিয়ে আসেন এবং টাকা জোগার হলে ওই মোবাইল নম্বরে ফোন দিয়ে জানাতে বলেন এবং সেখান থেকে চলে যান। তারা চলে যাওয়ার পরপরই দোকানের মালিক জয়নুদ্দিন অসুস্থ হয়ে পড়েন। পরে তাৎক্ষনিক তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা গত ৩ জুন উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন। চিকিৎসকরা জানিয়েছেন, জয়নুদ্দিন স্ট্রোক করেছেন।
এ ঘটনায় টাঙ্গাইল থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করা হয়েছে।