সংবাদ শিরোনাম:
মাওলানা ভাসানী ও বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগ কচু পাতার পানি না-বঙ্গবীর কাদের সিদ্দিকী আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় টাঙ্গাইলে জামায়াতের মিছিল টাঙ্গাইলে হত্যা মামলায় যুবক গ্রেপ্তার টাঙ্গাইলে লাঙ্গুলিয়া নদীতে বাঁধ দিয়ে মাছ চাষ; স্থানীয়দের উদ্বেগ, গুরুত্ব নেই প্রশাসনের টাঙ্গাইলে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল বাসাইলে ট্রাক্টর-সিএনজির সংঘর্ষে কৃষি শ্রমিক নিহত সখীপুরে গভীর রাতে ককটেল বিস্ফোরণ, সহোদর দুইভাই আহত, গ্রেপ্তার ১ টাঙ্গাইলে গৃহবধূকে হত্যার অভিযোগে ॥ শ্বশুর ও দেবর পলাতক মির্জাপুরে দাড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত আহত ৫ আগে প্রয়োজনীয় সংস্কার হবে তারপর জাতীয় নির্বাচন- চরমোনাই পীর

টাঙ্গাইলে করোনা ভ্যাকসিন প্রয়োগের প্রশিক্ষণ সমাপ্ত

  • আপডেট : বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪০৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে জেলা পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রয়োগের প্রশিক্ষণ শেষ হয়েছে। সুরক্ষা অ্যাপে নিবন্ধনের মাধ্যমে যাদের ভ্যাকসিন দেওয়া হবে তাদের শরীরে প্রয়োগের ক্ষেত্রে নানাদিক বিশ্লেষণসহ হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে স্বাস্থ্য কর্মীদের। আগামী ৭ ফেব্রুয়ারি রবিবার থেকে জেলা পর্যায়ে সদর হাসপাতালে আনুষ্ঠানিকভাবে ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম শুরু করা হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

এর আগে গত শুক্রবার (২৯ জানুয়ারি) প্রথম পর্যায়ের এক লাখ ২০ হাজার ডোজ করোনাভাইরাসের ভ্যাকসিন আমদানিকারক বেক্সিমকো ফার্মার একজন কর্মকর্তার কাছ থেকে গ্রহণ করেন জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. বিএম রিয়াজুল ইসলাম।

জানা যায়, শুক্রবার সকালে প্রথম ধাপে জেলায় ১২ হাজার ভায়ালে এক লাখ ২০ হাজার ডোজ করোনা ভ্যাকসিন এসে পৌঁছায়। জেলা সিভিল সার্জন ভ্যাকসিন গ্রহণ করে তা যথা নিয়মে কোল্ডরুমে সংরক্ষণ করেন। এসব ভ্যাকসিনের নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে।

ডা. বিএম রিয়াজুল ইসলাম জানিয়েছেন, ‘১২ হাজার ভায়ালে এক লাখ ২০ হাজার ডোজ এসেছে। প্রতি ভায়াল থেকে ১০ জনকে ডোজ দেওয়া যাবে। প্রতিজনকে টিকা নিতে হবে দুই ডোজ করে। এক ব্যক্তি ৮ সপ্তাহের ব্যবধানে দুইটি ডোজ নিবে। দুই ডোজের হিসেব করলে আমরা ৬০ হাজার ব্যক্তিকে টিকা দিতে পারবো। এই এক লাখ ২০ হাজার দিয়েই দ্বিতীয় ডোজ দেবো, নাকি প্রথম ডোজেই খরচ করবো এ বিষয়ে এখনও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কোনও নির্দেশনা পাইনি।’

তিনি আরও বলেন, ‘আমরা ৭ অথবা ৮ ফেব্রুয়ারি জেলা ও উপজেলায় টিকা দেওয়া শুরু করবো। প্রথম দিন টিকাদানকর্মীদের ভ্যাকসিন দেওয়া হবে। এরপর অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে অন্যান্য ব্যক্তিদের টিকা দেওয়া শুরু হবে।’

টাঙ্গাইলে জেলা পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের করোনাভাইরাসের ভ্যাকসিন প্রয়োগের প্রশিক্ষণ আজ বুধবার শেষ হয়েছে। আগামী ৭ ফেব্রুয়ারি রবিবার থেকে জেলা পর্যায়ে সদর হাসপাতালে আনুষ্ঠানিকভাবে ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম শুরু করা হবে। টাঙ্গাইলের নবাগত সিভিল সার্জন ডা. এএসএম সাহাবুদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme