প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইল জনতা ব্যাংক অফিসার্স ঐক্য পরিষদের নির্বাচনে নতুন বাস টার্মিনাল শাখার ব্যবস্থাপক দীপক কুমার সাহা সভাপতি এবং ঘাটাইলের হামিদপুর শাখার ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার (১৯ অক্টোবর) শহরের বাস টার্মিনাল শাখায় অনুষ্ঠিত এক সাধারণ সভায় ব্যাংকের সকল কর্মকর্তাদের সর্বসম্মতিক্রমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
এছাড়াও কদিমধল্যা শাখার ব্যবস্থাপক সসীম রায় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নতুন কমিটির কর্মকর্তারা জানান, নির্বাচিতরা ব্যাংকের সার্বিক উন্নয়নের পাশাপাশি কর্মকর্তাগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করবে।