টাঙ্গাইলে ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাত আটক

টাঙ্গাইলে ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাত আটক

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাতকে আটক করেছে পুলিশ।

শনিবার রাতে সদর উপজেলার মীরের বেতকা বোয়ালী রোডস্থ এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে তিনটি দেশীয় ধারালো অস্ত্র দুটি চাপাতি ও একটি ছুরি উদ্ধার করা হয়।

আটককৃতরা হলো- টাঙ্গাইল পৌর শহরের বেপারীপাড়া এলাকার মিন্টু মিয়ার ছেলে মো: খালেদ মাহমুদ কিরন (২৯), থানা পাড়ার মো: আ: হাই হাওলাদারের ছেলে মো: সজল হাওলাদার (২৫) ও বেপারীপাড়ার হাবিবুর রহমানের ছেলে হাসিবুর রহমান অনুপ।

টাঙ্গাইল সদর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ আবু সালাম মিয়া পিপিএম জানান, শনিবার রাতে সদর উপজেলার মীরের বেতকা বোয়ালী এলাকায় একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে এসআই শুভ সাহার নেতৃত্বে এক দল পুলিশ তিনজন ডাকাতকে আটক করে। আটকের সময় তাদের কাছ থেকে দেশীয় ধারালো অস্ত্র দুটি চাপাতি ও একটি ছুরি উদ্ধার করা হয়। এসময় তাদের কয়েকজন সঙ্গী পালিয়ে যায়। তিনি আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। রোববার তাদের আদালতে পাঠানো হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840