প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে স্বেচ্ছাসেবী তরুণদের সংগঠন “দশমিক ফাউন্ডেশন”-এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) টাঙ্গাইল পৌর এলাকার আদালতপাড়া দৃষ্টিনন্দন পুকুরপাড় সংলগ্ন এলাকায় প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধের জীবন্ত কিংবদন্তি বীর মুক্তিযোদ্ধা কবি বুলবুল খান মাহবুব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোঃ রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের সভাপতি তানভীর হাসান খান রুবেল, মানবাধিকার কর্মী নাজমুল, মানবাধিকার কর্মী মোঃ মশিউর রহমান’ সহ অন্যান্য অতিথিগণ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দশমিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ মিনারুল ইসলাম।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি ওমি খান, মহাসচিব হাবিবুর রহমান হাবিব, সাংগঠনিক সম্পাদক তিলোত্তমা খান, কোষাধ্যক্ষ আসমাউল হুসনা, সাংস্কৃতিক ও চিকিৎসা বিষয়ক প্রাপ্ত সাহা,
কার্যকারী সদস্য মুশফিকুর আহমেদ রোমান, মেহেদী হাসান, মইনুল ইসলাম, নবীন, রুহি, ইনসান, রাহাত, ইমরান, সুইটি, মীম, মেহেদী, শিব্বির ও হ্যাপী’সহ অন্যান্য সদস্যবৃন্দ।
প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এরপর শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ও কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য সদস্যদের পুরস্কৃত করা হয়। মধ্যহ্নভোজের পর সাংস্কৃতিক অনুষ্ঠান ও জাদু প্রদর্শনীর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
উল্লেখ্য, এ সংগঠনের সদস্য শিক্ষার্থীরা নিজেদের টিফিনের টাকা ও হাত খরচের টাকা জমিয়ে সমাজ সেবামূলক বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়ে মানব কল্যাণে এগিয়ে এসেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বস্তি এলাকায় ছিন্নমূল পথশিশুদের নিয়ে পিঠা উৎসব, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে শহরে পথচারীদের মাঝে সাবান, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক বিতরণ ও স্বাস্থ্যবিধি সম্পর্কে সকলকে সচেতন করা।