টাঙ্গাইলে পুলিশ সুপার কার্যালয় সংযুক্তি বিষয়ে প্রশিক্ষন কর্মশালা

টাঙ্গাইলে পুলিশ সুপার কার্যালয় সংযুক্তি বিষয়ে প্রশিক্ষন কর্মশালা

প্রতিদিন প্রতিবেদক: বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষন কেন্দ্র সাভারে চলমান ৭৩তম বুনিয়াদি প্রশিক্ষন কোর্সের মাঠ সমীক্ষা কার্যক্রমে আগত প্রশিক্ষনার্থীদের “পুলিশ সুপারের কার্যালয় সংযুক্তি” বিষয়ে প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৭ জুন মঙ্গলবার টাঙ্গাইল জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষন দেওয়া হয়।

প্রশিক্ষণের শুরুতে প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা ও উপহার সামগ্রী প্রদান প্রদান করা হয়। প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের টাঙ্গাইল জেলা পরিচিতিসহ পুলিশ বিভাগের কার্যক্রম সম্পর্কে সার্বিক ধারণা প্রদান করেন টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার। এসময় কার্যালয় পরিদর্শন (ভিজিট) ও পরিচিতি, টাঙ্গাইল জেলা পুলিশের ইউনিট সমূহ, জনবল কাঠামো ও জেলা পুলিশের সার্বিক কার্যক্রম, সাফল্য সমূহ উপস্থাপনার মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করা হয়।

এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শরফুদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মীর মনির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জয়ব্রত পাল, সহকারি পুলিশ সুপার (এসএএফ) মোঃ আবদুল্লাহ আল ইমরানসহ সকল প্রশিক্ষণার্থী কর্মকর্তারা।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840