প্রতিদিন প্রতিবেদকঃ পেশাজীবী গাড়ি চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক টাঙ্গাইল বিআরটিএ’র রিফ্রেশার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ ডিসেম্বর) দুপুরে বিআরটিএর উদ্যোগে শিশু একাডেমী মিলনায়তনে এ রিফ্রেশার্স প্রশিক্ষণ দেওয়া হয়।
এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান স্মৃতি । বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ। সভাপতিত্ব করেন বিআরটিএর সহকারী পরিচালক আলতাব হোসেন।
বক্তারা গাড়ি চালকদের সর্তকতার সাথে গাড়ি চালানোর জন্য অনুরোধ করেন। যাতে কোন ধরনের দূর্ঘটনা না ঘটে। প্রশিক্ষণে ১২৫ জন পেশাজীবী গাড়ি চালক অংশগ্রহণ করেন এবং তাদের সার্টিফিকেট দেয়া হয়।