প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্র্তৃপক্ষ (বিআরটিএ) এর উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হচ্ছে। এ উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জনসেবা চত্বরে স্থাপতি বঙ্গবন্ধুর মোড়ালে প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া বিআরটিএ অফিস প্রাঙ্গণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় বিআরটিএ’র সহকারি পরিচালক (ইঞ্জিঃ) আলতাব হোসেন, সহকারি রাজস্ব কর্মকর্তা রেজাউল করিম, উচ্চমান সহকারী কামরুল হোসেনসহ অন্যান্য কর্মকর্তা- কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।