প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে সাংবাদিকদের মধ্যে প্রধানমন্ত্রীর ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে এ সামগ্রী দেয়া হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আতাউল গনি। টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার রানুয়ারা খাতুন, টাঙ্গাইল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সহ-সভাপতি এম এ ছাত্তার উকিল, একরামুল হক খান তুহিন, কার্যনির্বাহী পরিষদের সদস্য মোহাম্মদ কামরুজ্জামান প্রমুখ। পরে সাংবাদিকদের মধ্যে প্রধানমন্ত্রীর ঈদ সামগ্রী তুলে দেয়া হয়।