সংবাদ শিরোনাম:
টাঙ্গাইলে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল বাসাইলে ট্রাক্টর-সিএনজির সংঘর্ষে কৃষি শ্রমিক নিহত সখীপুরে গভীর রাতে ককটেল বিস্ফোরণ, সহোদর দুইভাই আহত, গ্রেপ্তার ১ টাঙ্গাইলে গৃহবধূকে হত্যার অভিযোগে ॥ শ্বশুর ও দেবর পলাতক মির্জাপুরে দাড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত আহত ৫ আগে প্রয়োজনীয় সংস্কার হবে তারপর জাতীয় নির্বাচন- চরমোনাই পীর টাঙ্গাইলে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৫ উদযাপন টাঙ্গাইলে মামলা হতেই এলজিইডির দুটি রাস্তার কাজ সম্পন্ন দেশ সেরা পিটিআই সুপারিনটেনডেন্ট নির্বাচিত হলেন টাঙ্গাইল পিটিআইয়ের রফিকুল ইসলাম তালুকদার  ভূঞাপুরে জুলাই বিপ্লবে শহীদ পলাশের লাশ উত্তোলনে বাদীর ‘না’

টাঙ্গাইল টাইগার্স ক্রিকেট একাডেমীর বঙ্গবন্ধু কাপ ক্রিকেট টুর্নামেন্টের চতুর্থ খেলা অনুষ্ঠিত

  • আপডেট : সোমবার, ১৪ অক্টোবর, ২০১৯
  • ৯২৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইল কেন্দ্রীয় ঈদগাহ মাঠে প্রথম বঙ্গবন্ধু কাপ ক্রিকেট টুর্নামেন্টের চতুর্থ খেলা টাঙ্গাইল সদরের পেস ক্রিকেট একাডেমী বনাম বাসাইল উপজেলার বুলস মধ্যে অনুষ্ঠিত হয়।

টাঙ্গাইল টাইগার্স ক্রিকেট একাডেমীর আয়োজিত সোমবার (১৪ অক্টোবর) সকালে চসের্ জিতে সদরের পেস ক্রিকেট একাডেমী ফিল্ডিং করেন।

৫০ ওভারের খোলায় বাসাইল বুলস মাঠে নেমে ৪৪ ওভার শেষে সব ক’টি উইকেট হারিয়ে ১৭৯ রান করেন। এ দলের পক্ষে ৫৩ রান করেন আশিক।

পরে জয়ের লক্ষে মাঠে নেমে সদরের পেস ক্রিকেট একাডেমী ৩৬ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যান। এ দলের পক্ষে অপরাজিত সুমন ৬৮ রান করেন।

এ খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন সদরের পেস ক্রিকেট একাডেমীর খেলোয়ার সুমন।

খেলা শেষে পুরস্কার বিতরণ করেন টাঙ্গাইল জেলা দলের সাবেক ক্রিকেটার ও বর্তমান জেলা আ্যাম্পায়ার আনিসুর রহমান আলো।

এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল টাইগার্স ক্রিকেট একাডেমীর পরিচালক ও ক্রিকেট কোচ মোঃ ইসলাম খান এবং সহকারী কোচ রিপন সরকার।

খেলা পরিচালনা করেন ইমতিয়াজ ও হাসান।

মঙ্গলবার (১৫ অক্টোবর) খেলায় অংশ গ্রহণ করবেন গোপালপুর গোপালপুর ক্রিকেট ক্লাব ও ভূয়াপুর ব্রাদার্স ইউনিয়ন ক্লাব। খেলায় সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে।

ক্রিকেট প্রতিভা অন্বেষনের খোঁজে এ টুর্নামেন্ট খেলোয়ারদের উজ্জল ভবিষ্যৎ গঠনে অনুপ্রাণিত করবে।

উল্লেখ্য, এ টুর্নামেন্টে টাঙ্গাইল সদর সহ তিনটি উপজেলার মোট ছয়টি দল অংশ গ্রহণ করছে। এ টুর্নামেন্টের মাধ্যমে প্রতিভাবান খেলোয়াদের বাচাই করা হবে।

প্রতিটি দল থেকে ছয়জন করে প্রতিভাবান খেলোয়ার বাচাই করে মোট ছত্রিশ জন খোলোয়ারকে ঢাকার ভাল মানের কোচ দ্বারা উন্নত প্রশিক্ষণ দেয়া হবে।

টুর্নামেন্টে অংশ গ্রহণকারী দলগুলো হলো- এ গ্রুপে ভূয়াপুর উপজেলার ব্রাদার্স ইউনিয়ন ক্লাব, টাঙ্গাইল সদরের আদর্শ ওয়্যারিয়রস ও গোপালপুর উপজেলার ক্রিকেট ক্লাব। বি গ্রুপের দলগুলো হলো-সদরের বাবলা স্পোটর্স, পেস ক্রিকেট একাডেমী ও বাসাইল উপজেলার বুলস।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme