টাঙ্গাইল প্রেসক্লাবের পাঠাগারে বেলা’র বই প্রদান

টাঙ্গাইল প্রেসক্লাবের পাঠাগারে বেলা’র বই প্রদান

প্রতিদিন প্রতিবেদক: বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) উদ্যোগে টাঙ্গাইল প্রেসক্লাবে বই প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের শাহীন স্মৃতি পাঠাগারে এ বই দেয়া হয়।

এ সময় টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, কোষাধ্যক্ষ আব্দুর রহিম, দপ্তর ও পাঠাগার সম্পাদক অরণ্য ইমতিয়াজ, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রতিনিধি মীর জালাল আহমেদ উজ্জ্বল ও সংগঠনের বিভাগীয় সমন্বয়ক গৌতম চন্দ্র চন্দ উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ বলেন, টাঙ্গাইল প্রেসক্লাবে আধুনিক মানের একটি পাঠাগার রয়েছে। এই পাঠাগারে বিভিন্ন ধরনের বই রয়েছে। প্রেসক্লাবের সদস্যরা খুব সহজেই নিয়মিত এই পাঠাগারে বই পড়তে পারেন।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840